জনসংযোগ রক্ষা করে চলেছেন মুখ্যমন্ত্রী, সোমবার আসছেন কেশিয়াড়ি

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                         ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ২, ২০১৮ @ ২০:৩৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২ ডিসেম্বরঃ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়ে আছে তাঁর অনেক স্মৃতি। কোনওভাবেই তা মুছে যাক সেটা তিনি চান না। অনেক দিনের পরিশ্রম, বহু কর্মীর আত্মত্যাগ মা- মাটি-মানুষ-এর এই সরকারকে আজ রাজ্যে প্রতিষ্ঠিত করেছে।কিন্তু দলের অনেকেই তা মনে রাখছেন না। আর তাই মুখ্যমন্ত্রীর পদে বসে বারে বারেই তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তার উত্তর কাজের মাধ্যমে দিতে তিনি যে সদা তৎপর সেজন্য এক একটি জেলা সফর করে সেখানকার মানুষের হাতে নানা ধরনের জনমুখী প্রকল্পের সহায়তা প্রদান করে চলেছেন। যেমনটা করবেন আগামিকাল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে।

সোমবারই পশ্চিম  মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। কেশিয়াড়িতে সরকারি সহায়তা প্রদান সভা করবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফরের আগে প্রস্তুতি একেবারে শেষ। ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। কেশিয়াড়ি সরকারি কলেজের মাঠের প্রান্তেই অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে। সোমবার একটা কুড়ি নাগাদ মুখ্যমন্ত্রী কপ্টারে করে সোজা কেশিয়াড়ির সভায় পৌঁছবে। রবিবার হয়ে গেল মহড়াও। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নেওয়া হয়েছে কড়া পুলিশি প্রহরা। রবিবার থেকেই তা সুনশ্চিত করা হয়েছে।

সোমবারের সভা থেকে মুখ্যমন্ত্রী ৪৮টি সরকারি প্রকল্পের উদ্বোধন ও ৫০টি প্রকল্পের শিলান্যাস করবেন। সব মিলিয়ে প্রায় ৬০০ কোটি টাকা খরচ হতে চলেছে এই প্রকল্পগুলির ক্ষেত্রে। পাশাপাশি মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেবেন।

Published on: ডিসে ২, ২০১৮ @ ২০:৩৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =