দশেরাঃ রাবণ বধ দেখতে গিয়ে ঘটে গেল ট্রেন দুর্ঘটনা, মৃত ৬০

Main দেশ রেল
শেয়ার করুন

Published on: অক্টো ১৯, ২০১৮ @ ২০:৩৫

উৎসবের নামে চলে এখন প্রতিযোগিতা। কে কত বেশি লোক আনতে পারবে কে কত বেশি বড় করতে পারবে কে কত বিশেষত্ব আনতে পারবে আর তা নিয়ে ঘটে একাধিক কাণ্ড। কারও আনন্দ ঘটে যায় অন্যের নিরানন্দে। যেমনটা ঘটে গেল শুক্রবার সন্ধ্যায় অমৃতসরের চৌরা বাজার এলাকায়। দশেরা অনুষ্ঠানে রাবণ বধ দেখতে গিয়ে রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা সাধারণের মানুষের উপর দিয়ে ঘটে গেল সেই ভয়াবহ দুর্ঘটনা। মারা গেল ৬০জন। আহতের সংখ্যা অনেক।

ট্রেনটি আসছিল পাঠানকোট থেকে। যার নম্বর ডিএমইউ-৭৪৯৪৩। গতিও ছিল অনেক। রেল ট্র্যাকে দাঁড়িয়ে দশেরা অনুষ্ঠান দেখতে থাকা মানুষজন ট্রেন আসছে দেখে তড়িঘড়ি যেতে গিয়ে অনেকে পড়ে যায়। ফলে বহু মানুষ আহত হয়েছেন। মারা গেছেন ৬০জন। নেকের শরীর দু’টুক্রো হয়ে গেছে। কারও হাত কেটেছে। কারওবা পা। রেললাইনের উপর পড়ে থাকতে দেখা গেছে লাশ। বহু মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমন আনন্দের দিনে যেভাবে শোকের ছায়া নেমে এল তা নিয়ে কিন্তু প্রশাসনকে বেশ ভাবিয়ে তুলেছে। এমনটা কেউ ভুলতে পারছেন না কেউ।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অম্রিন্দর সিং লক্সেজ ইজরায়েল সফর বাতিল করে আগামিকাল সকালে দিল্লি থেকে অমৃতসর পৌঁছবেন। মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন।

এই দুর্ঘটনায় ৬০জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। অনেকেই তাদের পরিবারের সদস্যকে শনাক্ত করার কাজে ছুটে বেড়াচ্ছে। চারিদিকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে। মৃতদের মধ্যে বহু শিশু ও মহিলা আছে। তবে মৃতের সংখ্যা যে বাড়তে সে ব্যাপারে আশঙ্কা করছে প্রশাসন।

রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা আ রেলোয়ে বোর্ডের চেয়ারম্যান স্বয়ং। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাবন যখন আগুনে পুড়তে থাকে লখন ট্রেন্টি চলে আসায় লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সেইসময় এই দুর্ঘটনা ঘটে যায়।

রেল দুর্ঘটনার বিষয়ে বিশদ জানতে হেল্পলাইন খুলে দেওয়া হয়েছে।

মানায়ালা স্টেশন হেল্পলাইন নম্বর- 73325, বিএসএনএল-0183-2440024

পাওয়ার কেবিন অমৃতসর রেলওয়ে-72820,  বিএসএনএল-0183-2402927

বিজয় সহোতা, এসএসই- 7986897301

বিজয় প্যাটেল, এসএসই- 7973657316

ছবি-জাগরণ

Published on: অক্টো ১৯, ২০১৮ @ ২০:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 56 = 65