ক্রাইস্টচার্চে দুই মসজিদে গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা ৪৯

Main বিদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৫, ২০১৯ @ ১৫:১২

এসপিটি নিউজ ডেস্কঃ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গুলিবিদ্ধ হয়ে ৪৯ জন নিহত হয়েছেন বলে জা্নিয়েছেন নতুন জিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্দ আর্দেন। ভিডিও ফুটেজ দেখিয়েছে যে বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে।

নিউজিল্যান্ডের একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে ৪৯জন নিহত হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্দ আর্দেন নিশ্চিত করেছেন যে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গুলিবিদ্ধ হওয়ার পর ২0 জন গুরুতর অবস্থায় ছিলেন। তিনি বলেন, “এই ঘটনাকে কেবল সন্ত্রাসী হামলার রূপে বর্ণনা করা যেতে পারে। এই পর্যায়ে আমাদের বিশ্বাস করার কিছু নেই যে, অন্য কোন সন্দেহভাজন ব্যক্তি ছিল, আমরা এই পর্যায়ে তা ধরে নিচ্ছি না।”

ফুটেজে হামলার পর এলাকাটিকে পুলিশ বাহিনী থেকে বের করে দেখছিল।

বন্দুকধারীরা স্থানীয় সময় রাত আনুমানিক ১টা৪০মিনিটে ভারতীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে গুলি চালাতে শুরু করে। গুলি চালানোর সময় এলাকাবাসীকে পুলিশ ভিতরে থাকার অনুরোধ জানায়।

প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে অপরাধী হেফাজতে রয়েছেন। তিনি বলেন: “আমি আশ্বাস দিতে পারছি, সে ধরা পড়েছে। তিনি দুই অন্য সহযোগীর সঙ্গে ছিল।” প্রধানমন্ত্রী আর্ডেন বলেন, নিউজিল্যান্ঙ্কে তার সর্বোচ্চ নিরাপত্তা হুমকি পর্যায়ে রাখা হয়েছে। তিনি বলেন, পুলিশ হেফাজতে চারজনকে চরমপন্থী দৃষ্টিভঙ্গি বলে চিহ্নিত করা হয়েছে।

Published on: মার্চ ১৫, ২০১৯ @ ১৫:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = 1