গুজরাটে গিয়ে প্রধানমন্ত্রী মোদি দেখা করলেন মায়ের সঙ্গে

Main দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৫, ২০১৯ @ ১০:৪৬

এসপিটি নিউজ, আমেদাবাদ, ৫ মার্চঃ নিজের বাসস্থান যেখানে তিনি এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন সেই গুজরাট সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সেখানে গিয়ে তিনি ৯৯ বছর বয়সী মা হীরা বেন ও আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা করেন।সারা দিন ধরে সভা ও নানা কর্মসূচি পালন করে সন্ধ্যায় তিনি রায়সন গ্রামে যান মায়ের সঙ্গে দেখা করতে। তিনি পরিবারের সঙ্গে ৩০ মিনিট সময় কাটান। হীরা বেন চোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে গুজরাটের রাজধানী গান্ধীনগরের পাশে একটি গ্রামে থাকেন। মোদি এর আগেই জন্মদিন উপলক্ষ্যে মায়ের সঙ্গে দেখা করেছিলেন।

মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে মহা শিবরাত্রি উপলক্ষ্যে শুভ কামনা জানান। এরপর পর তিনি গুজরাটের প্রসিদ্ধ ধৌলেশ্বর মহাদেবের মন্দিরে দর্শন করতে যান। এই মন্দির রায়সন গ্রামের কিছু দূরেই অবস্থিত।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী গুজরাটে দুটি কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে গতকাল তিনি গুজরাটে প্রথম পর্যায়ের মেট্রো যাত্রার সূচনা করেন। জামনগর এবং আহ্মেদাবাদের জনসভায় তিনি এয়ার স্ট্রাইক নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের সমুচিত জবাব দেন।

আজ মঙ্গলবার সকালে গান্ধীনগরে অন্নপূর্ণাধাম মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Published on: মার্চ ৫, ২০১৯ @ ১০:৪৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

90 − = 84