আগ্নেয়াস্ত্র হাতে ‘মা-মাটি-মানুষ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বাইক মিছিল, কমিশনের নজরে এই ভিডিও ফুটেজ

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-পরিতোষ সাহা

Published on: এপ্রি ২৪, ২০১৯ @ ২১:০৬

এসপিটি নিউজ, সিউড়ি, ২৪ এপ্রিলঃ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাইক মিছিল বীরভূমে। বাইকের সামনে তৃণমূল কংগ্রেসের পতাকা। বাইক আরোহীদের অনেকেরই মুখ ঢাকা। মা-মাটি-মানুষ জিন্দাবাদ স্লোগান দিয়ে বাইক মিছিল শুরু করতে দেখা গিয়েছে। বীরভূম জেলার হরিসরা এলাকায় এই বাইক মিছিল হয়েছে বুধবার।

ভিডিও ফুটেজে সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, বীরভূমের হরিসরা এলাকায় আজ বুধবার এক বাইক মিছিল বের হয় তৃণমূল কংগ্রেসের। বাইক মিছিলটি ছিল চোখে পড়ার মতো। হরিসরা এলাকায় দলীয় কর্মী-সমর্থকরা মা-মাটি-মানুষ স্লোগান দিয়ে বাইক মিছিল শুরু করে। সেই সময় এক বাইক আরীর হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা গেছে। হাত উঁচু করে সেটি সে ধরে রেখেছিল।

এই ঘটনা সম্পর্কে বীরভূম জেলার বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায় দাবি করেন-“আপনাদের কাছে তো মাত্র একটি ভিডিও ফুটেজ আছে। আমাদের কাছে প্রতিদিন খবর আসছে- তৃণমূলের লোকজন বন্দুক হাতে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে শাসাচ্ছে। তাদের হুমকি দিচ্ছে- তারা যেন ভোট দিতে না যায়। তাদের ভোটার স্লিপ যেন দিয়ে দেয়। এই তো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল বোলপুরে। সেখান থেকে ফেরার পথে সিউড়িতে তৃণমূলের সশস্ত্র বাহিনী আমাদের কর্মীদের দুটি গাড়িতে আক্রমণ চালিয়েছে। ভাঙচুর চালিয়েছে গাড়ি দুটিতে। আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা পাচ্ছি না। যেখানে আমাদের সংগঠন শক্তিশালী সেখানে আমাদের লোকন প্রতিরোধ গড়ছে আর বাকি জায়গায় আমাদের আক্রান্ত হতে হচ্ছে। ওদের উন্নয়ন তো এখন বন্দুক-বোমা-হামলা ছাড়া আর কিছুই নয়।”

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি জেলা তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী বলেন-“আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। খোঁজ নিয়ে দেখছি। যদি দেখা যায় সত্যি আমাদের কোনও কর্মী এমনটা করেছে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস এসব উচ্ছৃঙ্খলতা কখনোই বরদাস্ত করে না।”

Published on: এপ্রি ২৪, ২০১৯ @ ২১:০৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 + = 38