তৃণমূল নেতা সম্রাট তপাদারের বিরুদ্ধে বিজেপির করা মামলা খারিজ করে দিল কলকাতার নগর দায়রা আদালত

রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৪, ২০১৯ @ ১৮:০৪

এসপিটি নিউজ, কলকাতা, ৪ ফেব্রুয়ারিঃ রাজনৈতিকভাবে একে অপরকে আক্রমণ সমানেই চলছে। কখনও সেটা আদালত পর্যন্তও গড়ায়। যেমনটা হল পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের বিরুদ্ধে।বিজেপি নেতা শংকর মন্ডল কলকাতা নগর দায়রা আদালতে সম্রাটের বিরুদ্ধে এক মামলা দায়ের করেছিল। নগর দায়রা আদালতের বিচারপতি মৌমিতা রায়ের এজলাসে সোমবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু বিজেপি এই মামলার যথাযথ তথ্য-প্রমাণ দাখিল করতে না পারায় বিচারপতি মামলাটি খারিজ করে দেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের লাগাতর অশালীন ও কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে টিটাগড় থানায় এফআইআর (২৮২)দায়ের করেছিলেন যুব তৃণমূল নেতা সম্রাট তপাদার গত ৪ই নভেম্বর।এরপর থেকে দিলীপ ঘোষ একাধিক জায়গায় সম্রাটের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমন শানাতে থাকেন বলে অভিযোগ। এই সময় সম্রাট তপাদারও দিলীপবাবুর বিরুদ্ধে সরব হন। তিনিও তার বিরুদ্ধে পাল্টা বলতে থাকেন। এই সময় সম্রাট বিজেপির রথযাত্রা নিয়েও সমালোচনা করে বলেছিলেন- বিজেপির এই রথযাত্রা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে এমনকী শান্তি বিঘ্নিত করবে।

বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে সরব হওয়ায় দলের রাজ্য স্তরের নেতা শংকর মন্ডল গত ১৬ নভেম্বর কলকাতার নগর দায়রা আদালতে রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদারে বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৫০১,৫০২,৫০৪,৫০৬ ও ৫১৬ ধারায় এক মামলা দায়ের করেন।

আজ সোমবার কলকাতা নগর দায়রা আদালতের বিচারপতি মৌমিতা রায়ের এজলাসে ছিল এই মামলার শুনানি। বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনেন। যেহেতু রথযাত্রার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে তাই সেই বিষয়ে কিছু না বললেও দিলীপ ঘোষের বিরুদ্ধে সম্রাট তপাদারের আনা বক্তব্যের বিচার চায় বিজেপি।সরব হয় তারা।এই সময় বিচারপতি বাদি পক্ষ বিজেপির ওই নেতার কাছে যথাযথ তথ্য প্রমাণ থাকলে তা পেশ করতে নির্দেশ দেন। কিন্তু তারা কোনও কাগজপত্রই দেখাতে পারেননি। তখন বিচারপতি জানিয়ে দেন এভাবে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তাই মামলাটি তিনি খারিজ করে দেন।

এরপরই আদালত চত্বরে উপস্থিত তৃণমূলের কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তারা বলেন, এটা গণতন্ত্রের জয়। সত্যের জয়। ন্যায়ের জয়। যুব তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদার বলেন-“আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি তারা কখনও অন্যায়কে ভয় পাই না। আসলে বিজেপি রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।”

Published on: ফেব্রু ৪, ২০১৯ @ ১৮:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 + = 95