আমি যখন ছোট ছিলাম তখন আমাকে খাতা কিনে দেওয়ার কেউ ছিল না, এভাবেই মনের ভাব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল         ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ১৬, ২০১৮ @ ০০:১০

এসপিটি নিউজ, শালবনী, ১৫ জানুয়ারিঃ তিনি মানুষকে পছন্দ করেন। তাদের সুখ-দুঃখে সঙ্গে থাকেন। প্রতিনিয়ত তিনি রাজ্যবাসীর জন্য প্রাণপাত করে চলেছেন।ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কৃষক, যুবা সকলের জন্য তিনি চালু করেছেন নানা সুযোগ-সুবিধা।মানুষকে সঙ্গে নিয়েই তিনি চলতে ভালবাসেন। তাই তো তিনি এদিন বলেন, আপনারা ছাড়া আমি কে, আপনারা না থাকলে আজ আমি আমি হতে পারতাম না। এ রাজ্যের সরকার আজ জনগনের স্বার্থে কাজ করছে। বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে, ছাত্র-ছাত্রীরা বিনা পয়সায় সাইকেল পাচ্ছে, গরিব মানুষ দু’টাকা কেজি দরে চাল পাচ্ছে, ছেলেমেয়েদের পড়াশুনোর সামগ্রী দেওয়া হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে খাতা কিনে দেওয়ার কেউ ছিল না। এভাবেই নিজের ছোটবেলার কথা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে জিন্দলদের সেমেন্ট কারখানা সংলগ্ন মাঠে ২৩২টি সরকারি প্রকল্পের শিলান্যাস ও ২৮৩টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এদিনের অনুষ্ঠান থেকে ২৬ হাজার ৩৩৮জন উপভোক্তাকে সরকারি পরিষেবা প্রদান করেন। ২৩২টি প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৩৯৮ কোটি টাকা এবং ২৮৩টি প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ২৮৬ কোটি টাকা। সরকারি পরিষেবা হিসেবে ছিল ট্রাক্টর, পাওয়ার টিলার, পাতা তৈরির মেশিন, টেলারিং মেশিন, জল তোলার পাম্প সেট, সাইকেল, খেলার সরঞ্জাম, ধামসা মাদল, পাট্টা বিতরণ, মৎস্যজীবীদের সরঞ্জাম সহ আরও অনেক কিছু।

মমতা বলেন, রাজ্যের ৯৭ শতাংশ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের চেয়ে আপনাদের কেউ বড় বন্ধু নেই। কেউ কেউ আপনাদের উস্কানি দিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করছে।৩৪ বছর ক্ষমতায় থেকে ওদের জন্য কিছুই করেনি। এখন তারাই ওদের উস্কানি দিচ্ছে বলে সিপিএমের নাম না করে তাদের কটাক্ষ করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত রাজ্যে ৮১ লক্ষ বেকারকে চাকরি দেওয়া হয়েছে। বাংলা ১০০ দিনের প্রকল্পে দেশের মধ্যে প্রথম হয়েছে, কন্যাশ্রী বিশ্বজয় করেছে। আগামী ২৯ জানুয়ারি রাজ্যের ৫ লক্ষ গরিব মানুষের হাতে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির চাবি তুলে দেওয়া হবে। ২ ফেব্রুয়ারি নদিয়া থেকে রাজ্যে নতুন সাড়ে ৭ হাজার রাস্তা তৈরির কাজ এক সঙ্গে শুরু হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের ৩০ লক্ষ কৃষক পরিবারকে ১২০০ কোটি টাকা ফসলের ক্ষতির জন্য সাহায্য করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রের কাছে জমা দেওয়া হয়েছে। তাদের ছাড়পত্র পেলেই কাজ শুরু হবে।তিনি বলেন, রাজ্যে আরও শিল্প হবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তাঁর কথায়, আন্দোলন ও বিপ্লব হোক উন্নয়নের জন্য।উন্নয়ন দিয়ে আমরা সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করি বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: জানু ১৬, ২০১৮ @ ০০:১০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =