তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাবুকের মতো লড়াই করে-এভাবেই কর্মীদের উদ্বুদ্ধ করলেন দলনেত্রী মমতা

রাজ্য
শেয়ার করুন

আঁধার কার্ড নিয়ে ব্যাঙ্কের টাকা তুলে নিলে প্রতিবাদ করবে কে, তৃণমূল কংগ্রেস।

ডিজেলের দাম বাড়ছে প্রতিবাদ করছে কে, তৃণমূল কংগ্রেস।

পেট্রোলের দাম বাড়ছে প্রতিবাদ করছে কে, তৃণমূল কংগ্রেস।

গ্যাসের দাম বাড়ছে প্রতিবাদ করছে কে, তৃণমূল কংগ্রেস।

রেলের প্রকল্প বন্ধ করে দিচ্ছে, প্রতিবাদ করেছে কে, তৃণমূল কংগ্রেস।

মা-বোনদের কোনও অসম্মান হলেও প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস।

এই সমাজটাকে রক্ষা করার দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস।

 Published on: ফেব্রু ৫, ২০১৮ @ ২০:১৯

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গেও দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-যুবদের বললেন-আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে।সেই নির্বাচনে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা গ্রামে লড়াই করুন। যারা আজকে কেঁদে কেঁদে বেড়াচ্ছে তাতে আগামী দিনে যেন তারা কাঁদবারও সুযোগও না পায়।রাজনৈতিক ভাবে এটা আপনাদের তৈরি করতে হবে।মমতা বলেন-তৃণমূল কংগ্রেসের এক একটা কর্মী এক একটা চাবুকের মতো লড়াই করে।

আগে লড়াই ছিল সিপিএমের ৩৪ বছরের অপশাসনের বিরুদ্ধে লড়াই। আর আজকের লড়াই হচ্ছে মানুষকে খেতে দেবার লড়াই।আর যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তাদের বিনাশ করাই হচ্ছে আমাদের আগামিদিনের লড়াই। সম্প্রীতির লড়াই, সংহতির লড়াই-বলেন মমতা।

এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জনসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুবদের কাছে মমতার বার্তা, “কখনও জীবনে মাথা নত করবেন না। কখনও জীবনে টাকার কাছে বিকিয়ে যাবেন না।কখনও জীবনে সাম্প্রদায়িক রাজনীতি করবেন না। কখনও জীবনে ভাগাভাগির রাজনীতি করবেন না। কখনও জীবনে নিজের নিজস্বতা হারাবেন না। তৃণমূল কংগ্রেস এমনই একটা রাজনৈতিক দল যে ভাঙে তবু মচকায় না।”

মানুষই তাঁর কাছে প্রধান। মানুষের জন্যই তাঁর রাজনীতি। দলের কর্মীদের সেকথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে মানুষ বিরোধী কোনও কাজ কেউ করবে না। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন মানুষের সঙ্গে থাকবে। তৃণমূল কংগ্রেসের একটাই শর্ত মা-মাটি-মানুষ জিন্দাবাদ। বলতে হবে লড়তে পারলে লড়ো। উন্নয়ন করতে পারলে করো। গড়তে পারলে জীবন গড়ো। না পারলে ঘটি আর কলসি নিয়ে গঙ্গার জলে ডুব মারো।

দলের স্বচ্ছতা দলের ভাবমূর্তি তুলে ধরতে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়া অত সহজ নয়। তৃণমূল কংগ্রেসের এক একটা কর্মী এক একটা চাবুকের মতো লড়াই করে।আমি চাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনও অন্যায় করবেন না, কোনও অন্যায় সহ্য করবেন না। চাবুকের মতো লড়াই করুন। কোন মানুষ পরিষেবা পাচ্ছেন না তার পরিষেবা পেতে হবে। দরকার হলে প্রশাসনের কাছে নিয়ে গিয়ে বলবেন- এই লোকটা গরিব একে সাহায্য করো। কোন মানুষটা চিকিৎসা পাচ্ছেন না দরকার হলে তার সঙ্গে হাসপাতালে যাবেন।এই ভাবেই নেতা হয়। নেতা গাছ থেকে পড়ে না। আমাদের কেউ নেতা নয়। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ। অনেক মানুষের সংগামের ফলে এই পার্টিটা তৈরি হয়েছে। ৫০ হাজার মানুষের মৃত্যুর বিনিময়ে।আমি এত কথা বলছি-আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কোনও জায়গা নেই যেখানে আমি মার খাইনি। যেখানে আমার উপর অত্যাচার করা হয়নি। তা সত্ত্বেও মনে রাখবেন আমরা এই দলটা করি।” ছবি সৌজন্যে ফেসবুক

Published on: ফেব্রু ৫, ২০১৮ @ ২০:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1