কাল থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কোথায় কবে জানাল আবহাওয়া দফতর

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১৬, ২০২১ @ ২৩:০৮

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ অক্টোবর: বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী তিন দিন রাজ্যের ঝড়-বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়ে দিয়েছে যে আগামী ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই দুর্যোগ পূর্ণ আবহাওয়া। গতকালের নিম্নচাপ এলাকাটি উত্তর মধ্য অন্ধ্র প্রদেশ এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রবল দক্ষিণ -পূর্বাঞ্চলীয় বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্ষার ক্রিয়াকলাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাষঃ

আগামী ১৭, ১৮,‌ ১৯ ও ২০ অক্টোবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কবে কোথায় বৃষ্টি হবে তা জানিয়েছে আবহাওয়া দফতর।

১৭ অক্টোবরঃ  ভারী থেকে অতি ভারী বৃষ্টির(৭-২০ সেমি) সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।তবে ভারী বৃষ্টির(৭-১১সেমি) সম্ভাবনা আছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি জেলায়।

১৮ অক্টোবরঃ ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি)সম্ভাবনা আছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি জেলায়।

১৯ অক্টোবরঃ ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় এবং উত্তরবঙ্গের কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি জেলায়।

২০ অক্টোবরঃ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুধুমাত্র উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

মৎস্যজীবীদের সতর্ক বার্তা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে-উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত-বাংলাদেশ উপকূলে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে আগামী ১৭ ও ১৮ অক্টোবর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। যারা এ মুহূর্তে সমুদ্রে আছেন, তাদের ১৬ তারিখ সন্ধ্যার মধ্যে ফিরে আসার অনুরোধ করা হচ্ছে।

তিনি আর ও জানিয়েছেন যে এই সময় নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, নিচু স্থানগুলি জলমগ্ন ও মাঠের ফসলের ক্ষতির সম্ভাবনা আছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Published on: অক্টো ১৬, ২০২১ @ ২৩:০৮

 


শেয়ার করুন