“ডিজেল সত্তর পেট্রল আশি, পিএম সরাবে ভারতবাসী” তৃণমূলের এই স্লোগানে গলা মেলালেন প্রায় ২৫ হাজার মানুষ

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ২৭, ২০১৮ @ ২১:২০

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৭মেঃ ক্রমেই বেড়ে চলেছে পেট্রল আর ডিজেলের দাম। যার প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের উপর। আর এর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে তারা প্রতিবাদ মিছিল মিটিং করে ক্ষোভ উগরে দিচ্ছে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে।যেখানে তাদের স্লোগান ছিল-“ডিজেল সত্তর পেট্রল আশি, পিএম সরাবে ভারতবাসী।” আর এই স্লোগানে গলা মিলিয়ে তৃণমূলের পতাকা হাতা মেদিনীপুর শহরে বিশাল মিছিলে হাঁটলেন প্রায় ২৫ হাজার মানুষ।

মিছিলের পুরোভাগে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি। ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যসভার সাংসদ ডা। মানস ভুঁইয়া, বিদায়ী সভাধিপতি উত্তরা সিংহকে। ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, দীনেন রায়, প্রদ্যোৎ ঘোষ, শ্রীকান্ত মাহাত, আশীষ চক্রবর্তীরা। ছিলেন জেলা স্তরের নেতা গোপাল সাহা, দেবাশিস চৌধুরী, স্নেহাশিস ভৌমিক, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রমাপ্রসাদ গিরিও।

মিছিল মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের কালেকটরেট মোড়ে এসে শেষ হয়। মিছিলে প্রায় ২৫ হাজার মানুষের সমাগম হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় সূত্রে দাবি করা হয়েছে।

রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ভারতের ইতিহাসে এর আগে পেট্রল ও ডিজেলের দাম এত বাড়েনি। এর ফলে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম হুহু করে বেড়ে চলেছে।যার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। সাংসদ মানস ভুঁইয়া নরেন্দ্র মদীকে বিশ্বাসঘাতক বলে ক্ষোভ উগরে জানান, “উনি আচ্ছে দিনের বদলে দেশবাসীর সঙ্গে প্রতারনা করছেন।

Published on: মে ২৭, ২০১৮ @ ২১:২০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

72 + = 80