গড়বেতার একসময়ের দাপুটে নেতা সুশান্ত ঘোষকে ছেঁটে ফেলল পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম, পরিস্থিতিকে দুষলেন সূর্যকান্ত মিশ্র

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ২৭, ২০১৮ @ ২২:৪৮

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৭মেঃ এক সময় তাঁরা দু’জনেই দলের সম্পদ ছিলেন। সূর্যকান্ত মিশ্র আর সুশান্ত ঘোষ। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পার্টিতে দু’জনের মধ্যে সম্পর্ক নিয়ে নানা কথা হত। আজ পার্টি সরকারের ক্ষমতা থেকে সরে গেছে। সূর্যকান্ত মিশ্রের উপর রাজ্যের দায়িত্ব পড়েছে। সুশান্ত ঘোষের প্রতি দল সেভাবে সন্তুষ্ট হতে পারছে না। অনেক দিন ধরেই কথা চলছিল। অবশেষে দু’দিনের পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর মিটিং শেষে জেলা সম্পাদকমণ্ডলী থেকে ছেঁটে ফেলা হল একসময়ের পার্টির সম্পদ প্রাক্তনমন্ত্রী সুশান্ত ঘোষকে।জেলা কমিটির সম্পাদক তরুন রায় এখবর দিয়েছেন।

জেলা সম্পাদকমণ্ডলীর দু’দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বাম্ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সূর্যকান্তবাবু এদিন বিজেপি-তৃণমূল কংগ্রেসকে এক জায়গায় রেখে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বামপন্থীরা পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ৮০০ জায়গায় প্রতিরোধ করেছে। রাজ্য সিপিএমের ৯জন খুন হয়েছে। আর যারা বলেছিলো- আমরা পারব না বিজেপিকে আটকাতে, তাদের কতজন খুন হয়েছে বলুন তো? আর তৃণমূলের নিজেদের মারামারিতেই খুন হয়েছে বলেও দাবি করেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বলেন, বিজেপিকে আটকাতে তৃণমূলকে নিয়ে লড়াই আর তৃণমূলকে আটকাতে বিজেপিকে নিয়ে লড়াই মানে তো এটা আত্মঘাতীর শামিল। আরএসএস ও তৃণমূল এটা প্রচার করছে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করার জন্য।

সূর্যকান্ত মিশ্র স্বীকার করে নেন, এবারে পঞ্চায়েত নির্বাচনে তাদের ফল অনেক খারাপ হয়েছে। বুথ স্তর থেকে এর পর্যালোচনা করা হচ্ছে। তারপরই ভোটে হারা্র কারণ জানা যাবে। এতটা জটিল ও এতটা কঠিন পরিস্থিতি যা স্বাধীনতা দেশ ভাগের সময়ও হয়নি।

Published on: মে ২৭, ২০১৮ @ ২২:৪৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 16 = 22