পাহাড়-ডুয়ার্সের ভ্রমণে আরও বেশি গুরুত্ব দিতে শিলিগুড়িতে পাঁচ দফা কর্মসূচী পর্যটন দফতরের

দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

 Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ১০:৪৪

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ সাত বছর কেটে গেল রাজ্যের বর্তমান সরকারের। কিন্তু এখনও সেভাবে পর্যটনে আশানুরূপ ফল আসেনি। রাজ্যের পর্যটনের যে মূল জায়গা অর্থাৎ দার্জিলিং আর ডুয়ার্স বারেবারেই রাজনীতির করাল গ্রাসে মুখ থুবড়ে পড়েছে। সারা দেশে পর্যটন মানচিত্রে বেশ তলার দিকে স্থান আমাদের রাজ্যের। এই সরকারের মেয়াদ আর মাত্র তিন বছর। তাই এই স্বল্প সময়ে তারা চাইছে পর্যটনে কিছু একটা করতে। আর তার জন্য আগে এই শিলিগুড়িকে ঠিক করতে হবে।কারণ, এখান দিয়েই বহু পর্যটক কেউ দার্জিলিং কেউ সিকিম কেউ বা যাচ্ছেন ডুয়ার্স।সেই দিকে নজর রেখে রাজ্য পর্যটন দফতর শিলিগুড়ি শহরকে ঘিরে পাঁচ দফা কর্মসূচী নিয়েছে। সেগুলি হলঃ

  • শহরে বেসরকারি অনুমোদনহীন হোর্ডিং লাগানোয় নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি সরকারি হোর্ডিং-কে আরও আকর্ষণীয় করে বসানোর দিকে নজর দেওয়া হয়েছে।নো-হোর্ডিং জোনে বিধি মানার ওপর কঠোর হতে পুরনিগমকে অনুরোধ করা হয়েছে।
  • পাশাপাশি রাস্তার ওপরের ভ্যাটগুলোতে যাতে আবর্জনা না থাকে সেদিকে পুরসভাকে নজর দিতে বলা হয়েছে।
  • এছাড়া পুরনিগমকে প্রচার করে পরিচ্ছন্নতার স্পেশাল গাইড দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
  • পরিস্কার পরিচ্ছন্নতার সঙ্গে শব্দ দূষনের ওপরও দৃষ্টি দেওয়া শুরু হয়েছে।
  • পুজো কমিটিগুলোকে পরিবেশ বান্ধবভাবে পুজো করতে বলা হয়েছে।

 দার্জিলিং-গ্যাংটক নিয়ে বাঙালিদের পাশাপাশি সারা দেশের এমনকি বিদেশের মানুষেরও আগ্রহ থাকে। কিন্তু এনজেপি রেল স্টেশন হয়ে যখন পর্যটকরা শিলিগুড়ি হয়ে নিজের পছন্দের গন্তব্যে রওনা দেন তখন এক তিক্ত অভজ্ঞতার সম্মুখীন হতে হয়।সেখানে না থাকে পুলিশ বুথ, থাকলেও তা কাজে আসে না। না থাকে অন্যান্য সুবিধা। গাড়ি ভাড়ার তো কোনও সীমাই থাকে না। নাজেহাল হতে হয় তখন পর্যটকদের।এর ফলে বেশ কয়েকটি নাম পর্যটন সংস্থা এখানে পর্যটক নিয়ে আসার চিন্তা-ভাবনা একেবারেই বাতিল করেছে।

পর্যটনমন্ত্রী গৌতম দেব মঙ্গলবার শিলিগুড়িতে পাহাড়-ডুয়ার্স সহ আশপাশের নানা জায়গার পর্যটনের উপর গুরুত্ব দিয়ে শিলিগুড়ি শহরকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে তোলার কথা বলেন। এদিন তিনি একটি কথার উপর জোর দিয়েছেন “বাড়ির পরিবেশ”। কথাটা বলা যতটা সহজ ততটা সহজ কিন্তু মোটেই নয়।পর্যটকদের উনি শিলিগুড়ি শহরে পা দিলে “বাড়ির পরিবেশ” অনুভব করানোর কথা জানিয়েছেন। সেটা আদৌ কতটা সম্ভব তা সময়ই বলে দেবে। তবে তাঁর পর্যটন দফতর যে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে সেটাই পর্যটকদের কাছে সুখকর হতে চলেছে, তা বলাই বাহুল্য।

পর্যটকদের কাছ থেকে যাতে নির্ধারিত মুল্য মেনেই গাড়ির ভাড়া নেওয়া হয় ও হোটেল মালিকরা যাতে অত্যধিক মাত্রায় না নেয়, তার জন্যেও ট্যুর অপারেটার্স, হোটেলিয়ার্স ও ট্রাসপোর্টার্সদের সাথে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছে সংশ্লিষ্ট দফতর।জানান পর্যটনমন্ত্রী।

বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এর পর একে একে থাকে মহরম, কালীপুজো ও ছট পুজো। তাই স্কুল ও অফিসগুলিতে টানা ছুটি থাকায় ভ্রমন পিপাসুরা ঘুরতে বেড়িয়ে পড়েন। শিলিগুড়ির কাছে একদিকে জঙ্গল ঘেরা ডুয়ার্স ও অন্যদিকে দার্জিলিং কিংবা গ্যাংটকে গিয়ে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। সর্বত্রপর্যটকদের ঢল নামে। ইতিমধ্যেই ডুয়ার্স ও পাহাড়ের সমস্ত হোটেল এমনকি হোম-স্টে গুলিতেও বুকিং প্রায় শেষের পথে। তাই রেকর্ড পরিমান পর্যটকরা ভিড় হতে পারে এবার। শিলিগুড়ির ওপর দিয়েই পর্যটকদের যেতে হয়। সে কারণেই পুজোর মরশুমে এই শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মন্ত্রীর কথায় “বাড়ির পরিবেশ” তৈরি করতে উদ্যোগী হয়েছে পর্যটন দফতর।

পুজোর সময় শিলিগুড়ি শহরে মানুষের ঢল নামে। তাই সেদিকেও গুরুত্ব দিয়েছে জেলা প্রশাসন। শহরে সর্বজনীন দুর্গাপুজোর অনুমতিতেও এবার থেকে অত্যাধুনিক হতে চলেছে তারা। এখন থেকে অনলাইনে অনুমতি নিতে হবে। তবে নতুন এই সিস্টেম চালু করার জন্য অনেকের অসুবিধা হতে পারে, সেই কারণে অফ লাইনের মাধ্যমেও অনুমতি নেওয়ার ব্যবস্থা থাকছে এবার। তবে আগামী বছর থেকে শুধুমাত্র অন লাইনের মাধ্যমেই কাগজপত্র জমা দিয়ে সিঙ্গেল উইনডো সিস্টেমের মাধ্যমেই অনুমোদন পাওয়া যাবে বলে জানান মন্ত্রী। তবে এ বছর নতুন কোনো পুজো কমিটিকে অনুমোদন দেওয়া হবে না বলে মন্ত্রী গৌতম দেব ও জেলাশাসক জয়শী দাশগুপ্ত সাফ জানিয়ে দিয়েছেন।এদিন ছট পুজো ও কালীপুজো নিয়েও আলোচনা হয়। এদিনের বৈঠকে দার্জিলিং জেলা প্রশাসন ও সংলগ্ন জলপাইগুড়ির জেলা প্রশাসন, ফায়ার ব্রিগেড, বিদ্যুৎ পর্ষদ, দূষন বিভাগের আধিকারিকদের সঙ্গে শহরের পুজো কমিটিগুলির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ১০:৪৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − = 51