দেশের স্বার্থে নিজের প্রাণ বলিদান দিতে প্রস্তুত আছি-দিল্লিতে মোদি হঠানোর ডাক দিয়ে বললেন মমতা

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৩, ২০১৯ @ ২১:০৮

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১৩ ফেব্রুয়ারিঃ কলকাতার পর এবার রাজধানী দিল্লিতে মোদি বিরোধী দলের সভা। আয়োজক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর সেখানে হাজির হয়ে ফের মোদি বিরোধিতার স্লোগান দিয়ে গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন-দেশ আজ সঙ্গকটে। তাই দেশকে বাঁচাতে মোদিকে হঠাতে হবে। বিজেপিকে হারাতে হবে। রাজ্যে আমার বিরুদ্ধে কংগ্রেস, সিপিএম লড়াই করছে। করুন। কিন্তু জাতীয় রাজনীতিতে আমরা একসঙ্গে চলতে চাই। দেশের স্বার্থে আমি নিজের প্রাণ এমনকি আমার দলকে পর্যন্ত বলিদান দিতে প্রস্তুত আছি। শুধু দেশকে রক্ষা করুন আপনারা। মোদিকে হঠান।

মমতা বলেন, সামনের দিনগুলিতে আমরা একসঙ্গে লড়ব। আমাদের সঙ্গে কংগ্রেস, সিপিএম যারা লড়াই করবেন তা হবে রাজ্যস্তরে। জাতীয় রাজনীতিতে আমরা এককাট্টা হয়ে লড়াই করব। এরপর আপনারা আমার বিরুদ্ধে লড়াই করুন, তাতে আমি কিচ্ছু মনে করব না। দেশের স্বার্থে আমি আমার প্রাণ এমনকি দলকে পর্যন্ত দিতে উৎসর্গ করতে প্রস্তুত আছি।তিনি আরও বলেন, বাংলায় কংগ্রেস, সিপিএম আমাদের বিরুদ্ধে লড়ছে। লড়ুন। তাতে আমাদের আসন একটিও কমবে না। আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পাব। আমি বলতে চাই- যেখানে যে দল শক্তিশালী সেখানে সে দল লড়াই করুক। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেস লড়ুক। অন্দ্রপ্রদেশে চন্দ্রবাবুর দল শক্তিশালী তারা লড়ুক। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালজির দল শক্তিশালী আমি তাঁদের বলব- আপনারা সাতটার মধ্যে সাতটি আসনই জিতুন। মোদিকে হঠান।

“আজ লোকসভার অধিবেশনের শেষ দিন ছিল। মোদির সরকারের ‘এক্সপ্যায়ারি ডেট’ ফুরিয়ে গেছে। এরপর আর এজেন্সিকে লাগাতে পারবে না। এখন এক কাট্টা হয়ে লড়তে হবে। এরা দেশের পুলিশ =কে মারছে। মিডিয়ার মুখ বন্ধ করে দিচ্ছে। দেশে জরুরি অবস্থার চেয়েও ভয়ংকর অবস্থা চালাচ্ছে এরা। কলকাতার পুলিশ কমিশনারের ঘরে সিবিআই লেলিয়ে দিল। বলে কিনা বিভাগীয় তদন্ত করতে। পুলিশের মেডেল কেড়ে নেবে! এত সাহস! কি ভেবেছে কি ? যত কাড়বে আমরা আরও বেশি পদক দেব পুলিশকে। দেখি ওরা কি করতে পারে?” রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে শপিং মলের চেয়েও বড় পার্টি অফিস বানিয়েছে বিজেপি। যারা গণতন্ত্রকে হত্যা করছে তাদের মুখে একথা শোভা পায় না।ডেমোক্র্যাসির বদলে তো এখন চলছে নমোক্র্যাসি।বলেন মমতা।মোদিজি আপনি আয়নায় নিজের মুখটা দেখুন। আপনি সবাইকে অপমান করছেন। আমরা সবাই চোর, আর আপনি একা সাধু? প্রশ্ন তোলেন মমতা।

আজ আমরা গান্ধিজির মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলেছি- ক্ষমা করে দেবেন বাপুজি। মোদির হাত থেকে দেশকে রক্ষা করুন। একথা বলেই মমতা স্লোগান দিতে থাকেন- মোদি হঠাও দেশ বাঁচাও। মোদি হঠাও গণতন্ত্র বাঁচাও। মোদি হঠাও কৃষক বাঁচাও। মোদী হঠাও নওজওয়ান বাঁচাও। বিজেপি হঠাও একতা বাঁচাও। বিজেপি হঠাও দেশ বাঁচাও।

Published on: ফেব্রু ১৩, ২০১৯ @ ২১:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − 45 =