ঝাড়গ্রামে প্রার্থী দেবলীনা হেমব্রমকে জেতাতে মরীয়া বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, করছেন প্রচার

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

 Published on: মার্চ ৩০, ২০১৯ @ ০১:০৬

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৯ মার্চঃ দেবলীনা হেমব্রমকে নিয়ে যথেষ্ট আশাবাদী সিপিএম।গত লোকসভায় এই আসনে জিতেছিলেন তৃণমূলের উমা সোরেন। কিন্তু তাঁকে নিয়ে সন্তুশঠ ছিলেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার আর তাঁকে প্রার্থীও করা হয়নি। সেখানে নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবলীনাকে ঘিরে সিপিএম সমর্থকদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। আর তাই দু’দিন ধরে প্রার্থীক্মে নিয়ে প্রচার চালাচ্ছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

দেবলীনাকে নিয়ে আশাবাদী বিমান

বৃহস্পতিবারের পর শুক্রবারেও ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনে নির্বাচনী প্রচারে বেরোতে দেখা গেছে বিমান বসুকে। এদিন সাঁকরাইল ব্লকের রোহিনী এলাকায় প্রার্থীকে নিয়ে মিছিলের পাশাপাশি কর্মী বৈঠকও সারেন তিনি।তারপর গোপীবল্লভপুরের কর্মী বৈঠকে যোগদান করেন।প্রার্থী দেবলীনা হেমব্রমকে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে যে সাড়া মিলছে তাতে তিনিও জেতার ব্যপারে আশাবাদী।

বিমান বাবু সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন –

১) তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে – “কালীঘাট থেকে দিল্লি অনেক দূর তিনি সর্বভারতীয়  তৃণমূল কংগ্রেসের চেয়রাপার্সন করতে পারেন।

২) লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদান প্রসঙ্গে বলেন- “দল থেকে বের করে দেওয়ার পর কে কোথায় যাবে, তা বলা ঠিক হবে না।”

৩) সিপিএমের এ রাজ্যে আলাদা করে নির্বাচনী ইস্তাহার বাতুলতা ছাড়া কিছুই না। বললেন বিমানবাবু। তবে জোট প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর গলায় হতাশার সুর শোনা গেল। জানালেন-“আসন সমঝোতা হলে ফল ভালো হতো।”

Published on: মার্চ ৩০, ২০১৯ @ ০১:০৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 64 = 67