স্বাধীনতার ৭৫-এ ৭৫ বছর বয়সীদের উজ্জ্বল সম্মান জানাল নৈহাটি ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৫, ২০২১ @ ২০:১৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, নৈহাটি, ১৫ আগস্ট:   স্বাসধীনতা দিবসের ৭৫তম বর্ষেীক মহান উদ্যোগ পালন করল নৈহাটি ১৯ নম্বর তৃণমূল কংগ্রেস কমিটি। ৭৫ কিংবা তার চেয়ে বেশি বয়সী মানুষদের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সম্বর্ধনা জানিয়ে সম্মানিত করল। দেশের প্রথম স্বাধীনতা দিবসে যারা চাক্ষুষ করেছিলেন সেদিনের ঐতিহাসিক মুহূর্তে যারা সাক্ষী ছিলেন এমন সব ১৬৫জন প্রবীণ-প্রবীণাকে তারা সম্মানিত করলেন।

ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির কো-অর্ডিনেটর সুপ্রবীর রায়চৌধুরী বলেন- আমাদের প্রিয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি তা নিয়েই আমরা মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করে চলেছি। তাঁর নির্দেশিত পথেই আমরা আজকের অনুষ্ঠান করতে পেরেছি। আমরা দেশের প্রথম স্বধীনতা দিবস দেখিনি। কিন্তু যে মানুষগুলি যারা আজ প্রবীণ তাদের অনেকেই সেদিনের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন। তারা আমাদের কাছে শ্রদ্ধার ও ভালোবাসার। আমরা মনে করি এই মানুষগুলি আমাদের কাছে অত্যন্ত সম্মানীয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ৭৫ কিংবা তার বেশি বয়স এমন মানুষদের আমরা সম্বর্ধনা দেব। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আমরা আজকের এই অনুষ্ঠান করতে পেরেছি। এদিন সেইসব মহান প্রবীণ-প্রবীণাদের হাতে আমরা একটি মেমেন্টো, ফুলের তোড়া ও মিষ্টি তুলে দিয়ে ধন্য হয়েছি।

ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় গাঙ্গুলি বলেন- আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেকেই শারীরিক অসুস্থতা ও বয়স জনিত কারণে উপস্থিত থাকতে পারেননি। তাই আমরা ঠিক করেছি, সেইসব মানুষদের বাড়িতে গিয়ে তাঁদের সম্বর্ধনা দিয়ে আসব।

Published on: আগ ১৫, ২০২১ @ ২০:১৭


শেয়ার করুন