“জয় মাতাদি” – ঠান্ডায় বরফের উপর দাঁড়িয়ে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে সুরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন এই জওয়ান

Main আবহাওয়া দেশ ধর্ম
শেয়ার করুন

Published on: জানু ৯, ২০১৯ @ ০০:৩৭

এসপিটি নিউজ ডেস্কঃ যখন আমরা রাতে লেপ গায়ে চাপিয়ে নাক ডেকে ঘুমোচ্ছি ঠিক তখন কয়েক হাজার ফুট উঁচুতে বরফে ঢেকে যাওয়া মাতা বৈষ্ণোদেবী মন্দিরে সুরক্ষার দায়িত্ব সামলে যাচ্ছেন ভারতীয় জওয়ান। অনেকেই বলবেন এটা ওদের দায়িত্ব। ঠিক কথা, কিন্তু এমন কঠিন দায়িত্ব যেভাবে তারা পালন করে চলেছেন তার জন্য কি তারা এতটুকু অভিনন্দন পেতে পারে না।

রাতে একজন সিআরপি পেজ থেকে তাদের করা ট্যুইট শেয়ার করে লিখেছেন-“প্রচন্ড ঠান্ডায় আমাদের মহাতীর্থ স্থান মাতা বৈষ্ণোদেবী মন্দিরে বরফের মধ্যে দাঁড়িয়ে ২৪ ঘণ্টা পাহারা দিয়ে চলেছেন এই জওয়ান। সেই সঙ্গে তীর্থযাত্রীদের সুরক্ষার দিকেও নজর রেখে চলেছেন। তাঁকে নত মস্তকে কুর্নিশ জানাই। -জয় মাতাদি”।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন একইভাবে এখানে তুষারপাতের সম্ভাবনা আছে। গত কয়েকদিন ধরে যেভাবে তুষারপাত হয়েছে আর তার ফলে যেভাবে বরফে ঢেকে গেছে এলাকা সেই অবস্থার পুনরাবৃত্তি হতে চলেছে ফের। ফলে এই অবস্থায় এই জওয়ান কিন্তু নিজের স্থান ছেড়ে নড়েনি। একইভাবে তিনি তাঁর দায়িত্ব সামলাচ্ছেন। জঙ্গি আক্রমনের হাত থেকে মন্দির এবং মাতা বৈষ্ণোদেবীর ভক্তদের নিরাপত্তা দিতেই তিনি পালন করে চলেছেন দায়িত্ব।

Published on: জানু ৯, ২০১৯ @ ০০:৩৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 32 = 37