গোয়ালতোড়ে হরিণের মৃত্যু, কিভাবে হল-বলতে পারছে না কেউ

Main বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল                                                     ছবি-বাপন ঘোষ

Published on: জানু ২৪, ২০১৯ @ ১৯:১৫

এসপিটি নিউজ, গোয়ালতোড়, ২৪ জানুয়ারিঃ পশ্চিম মেদিনীপুর জেলা বন দফতরের আওতায় ফের আরও এক বন্যপ্রাণের মৃত্যুর ঘটনা ঘটে গেল। এবার তালিকায় সংযোজিত হল এক পূর্ণবয়স্ক হরিণ। নয়বসত রেঞ্জের কিয়ামাচা বিটের গোয়ালতোড় জঙ্গল সংলগ্ন এলাকায় কাদড়ার জঙ্গলে পড়ে থাকতে দেখা যায় ক্ষতবিক্ষত মৃত হরিণটিকে। বন দফতর হরিণটিকে ময়না তদন্তে পাঠিয়েছে। তারা জানিয়েছে, ময়না তদন্তের পর জানা যাবে হরিণের মৃত্যু ঠিক কিভাবে হয়েছে। তবে গ্রামবাসীদের অনুমান, গোয়ালতোড়-চন্দ্রকোনা রোড রাস্তা পারাপারের সময় সম্ভবত গাড়ির ধাক্কায় হরিণটির মৃত্যু হয়েছে।গ্রামবাসীরা জানিয়েছে, গতকালও একটি হরিণেরর মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের ক্ষোভ- বন দফতরের সঠিক পরিকল্পনা না থাকার কারণে এইভাবে একের পর এক বন্যপ্রাণের মৃত্যু ঘটে চলেছে এইসমস্ত এলাকায়।

Published on: জানু ২৪, ২০১৯ @ ১৯:১৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 − 18 =