পূর্ণ পুলিশি মর্যাদায় ‘ডায়না’কে বিদায় জানাল ওরা

Main দেশ
শেয়ার করুন

Published on: অক্টো ২৫, ২০১৮ @ ২১:৪০

এসপিটি নিউজ ডেস্কঃ অবসরের পর তার শরীর ভাল ছিল না। বুধবার রাতে আচমকা অবস্থা বেশ খারাপ হয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়িনি। তার মৃত্যু ওদের সকলের মন ভারাক্রান্ত করে তোলে। নাম ‘ডায়না’। কোয়েম্বাটোর সিটি পুলিশ কমিশনারেটের কাছে ডায়না ছিল সকলের খুব প্রিয়। মাদক আর চুরির একাধিক মামলার তদন্তে এই স্নিফার ডগ-এর ভূমিকা সারাজীবন মনে রাখবে কোয়েম্বাটোর পুলিশ।পূর্ণ পুলিশি মর্যাদায় বৃহস্পতিবার ডায়নার শেষ কৃত্য সম্পন্ন হয়।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কোয়েম্বাটোর সিটি পুলিশ কমিশনারেটের নারকোটিক্স ডিপার্টমেন্টের অধীনে চাকরি করেছেন ‘ডায়না’। অবসরের পর তিনি সিটি পুলিশের তত্ত্বাবধানেই ছিলেন। সমস্ত রকম সুবিধাই তাকে দেওয়া হত। কারণ, তিনি তো পুলিশের কর্মী ছিলেন। দু’বছর তিনি অবসর নিয়েছেন। ইদানীং তার শরীর ভাল যাচ্ছিল না।

ল্যাব্রাডর এই কুকুরটি ছিল কোয়েম্বাটোর সিটি পুলিশের অফিসার-কর্মীদের খুব প্রিয়। তার চাকরি জীবনে ডায়না একাধিক মামলা উতরে দিয়েছেন। একজন দায়িত্ববান পুলিশ অফিসারের মতোই তাকে সম্মান জানাতেন পুলিশের সকলে। তার মৃত্যুতে কোয়েম্বাটোর সিটি পুলিশের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার তার মৃতদেহ নিয়ে আসা হয় সিটি পুলিশ কিমনারের অফিসের চত্বরে। সেখানেই পূর্ণ পুলিশি মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন হয়। সকলে চোখের জলে বিদায় জানায় তাদের পুরনো সহকর্মীকে।

Published on: অক্টো ২৫, ২০১৮ @ ২১:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2