জৈশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করেছেঃ এর চেয়ে বড় প্রমাণ পাকিস্তানের আর কি চাই- ইমরানকে জানিয়ে দিল ভারত

Main দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৯, ২০১৯ @ ২২:৩৮

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১৯ ফেব্রুয়ারিঃ পুলওয়ামা হামলা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিবৃতির স্পষ্ট জবাব দিয়ে দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রণালয় জানিয়ে দিল যে আমরা এই বক্তব্যে এতটুকু আশ্চর্য নই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী পুলওয়ামায় আমাদের সেনাদের উপর হওয়া হামলার ঘটনা কোনও ব্যবস্থা নেওয়ার বিষয়ে অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তো এই জঘন্য ঘটনার সম্পর্কে না কোনও নিন্দা করেছে না শহীদদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী জৈশ-ই-মহম্মদ সহ আতঙ্কবাদীদের দাবিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এমনভাবে প্রকাশ করেছে যাতে পরিষ্কার হয়ে গেছে এই অপরাধ তারাই সম্পন্ন করেছেন। এটি একটি সুপরিচিত সত্য যে জৈশ-ই-মহম্মদ ও তার নেতা মাসুদ আজহার পাকিস্তানের মধ্যে বসবাস করছেন। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যথেষ্ট প্রমাণ আছে পাকিস্তানের হাতে! ভারত যদি প্রমাণ দেয় তবে পাকিস্তান প্রধানমন্ত্রী বিষয়টি তদন্তের প্রস্তাব দেবেন।হামলার প্রমাণ চাওয়াটাই হল পাকিস্তানের রণনীতি।

এর আগে ২৬/১১ মুম্বই হামলার যথেষ্ট প্রমাণ পাকিস্তানকে পাঠানো হয়েছিল। কিন্তু ১০ বছরেও সেই মাললার কোনও অগ্রগতি হয়নি। এমনকি পাঠানকোট এয়ারবেস , উরি হামলার ক্ষেত্রেও পাকিস্তানকে প্রমাণ পাঠানো হয়েছিল কিন্তু কি হল- পাক্সতান কিছুই করলো না। বরং তারা জঙ্গিদের তাদের দেশের জমি ব্যবহার করার ছাড়পত্র দিয়ে দিল। এটাই হল পাকিস্তান।

আসলে জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কোনওদিনও ব্যবস্থা নিতে পারেনি। তাই এইসব আশ্বাস স্রেফ লোকদেখানো ছাড়া আর কিছুই নয় বলে মনে করছে ভারতীয় কূটনীতিকরা। ‘নতুন পাকিস্তান’-এর মন্ত্রী হাফিজ সৈয়দের মতো সন্ত্রাসবাদী তার সঙ্গে পাকিস্তান মঞ্চ গড়ে। আর যে কিনা মাললা লড়ার জন্য সংযুক্ত রাষ্ট্রকে ব্যবহার করে। সে বলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতকে আলোচনার জন্য জানিয়েছে এবং জঙ্গি কার্যকলাপ সম্পর্কে কথাবার্তা বলতে তারা তৎপরতা দেখিয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন-“ভবিষ্যতে যাতে পুলওয়ামা মতো হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমরা বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছি। সরকারের রণনীতি সার্বজনীক করা সম্ভব নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বিষয়ে বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান- “আমি এটা কখনওই বলবো না যে আমাদের সরকার প্রতিক্রিয়া কিভাবে দেবে কারণ কোনও একটি শব্দ দেশের প্রত্যেক মানুষের ভিতর রাগ আর হতাশা বোঝানোর ক্ষেত্রে পর্যাপ্ত।”

Published on: ফেব্রু ১৯, ২০১৯ @ ২২:৩৮

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 − 19 =