পুলওয়ামার বীর শহীদদের এভাবেই শ্রদ্ধা জানালেন কলেজ ছাত্রী

Main দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                         ছবি-বাপন ঘোষ

Published on: ফেব্রু ১৯, ২০১৯ @ ২৩:৪৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারিঃ তাঁরা আমাদের দেশের গর্ব।গোটা দেশ আজ তাদের প্রতি শ্রদ্ধায় নত হয়েছে। তাঁদের বলদান দেশ কোনওদিন ব্যর্থ হতে দেবে না। সারা দেশের মানুষ তাদের মতো করে আজ শ্রদ্ধা জানাচ্ছে। যেমনভাবে শ্রদ্ধা জানালেন রাজা নরেন্দ্রলাল খাঁন মহিলা মহাবিদ্যালয়ের এক ছাত্রী। কলেজের এক প্রতিযোগিতায় তিনি বীর শহীদদের প্রতি নিজের শিল্পশৈলীকে তুলে ধরে শ্রদ্ধা জানালেন।

কলেজে এদিন এক রঙ্গোলী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর এমন একটি মঞ্চকে সেই ছাত্রী শ্রদ্ধা জানানোর জন্য বেছে নেন। তিনি মনে করেছেন, রঙ্গোলী প্রতিযোগিতাতে তো সকলে সকলের মতো করে নানা ধরনের শিল্পকর্ম করবে। আর সে যদি সেখানে পুলওয়ামা হামলায় শহীদ বীর জওয়ান ভাইদের প্রতি শ্রদ্ধা জানান তা হবে একজন দেশবাসী হিসেবে পরম শান্তির।

বাংলা স্নাতকোত্তর বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নাতাশা মণ্ডল তাই বেছে নেন এই মঞ্চকে। যেখানে তিনি ভারতের জাতীয় পতাকার রঙ আর দেশের মানচিত্র আর পতাকার মাঝে থাকা অশোকচক্র, অমর জ্যোতি প্রতীককে অবলম্বন করে রঙ্গের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ভারতের মানচিত্র নাতাশা দেশের জাতীয় পতাকার ত্রিবর্ণ রঞ্জিত করেছেন। সেখানে নীল-সাদা রঙের মাধ্যমে করেছেন অশোকচক্র। রেখেছেন অমরজ্যোতি প্রতীক। ইংরাজিতে লিখেছেন ১৪ই ফেব্রুয়ারি ২০১৯, দ্য ব্ল্যাক ডে ফর ইন্ডিয়া। সব শেষে বীর জওয়ান্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন জয় হিন্দ।

নাতাশার এই শিল্পশৈলীর মাধ্যমে সম্মান প্রদর্শন করা হল।

Published on: ফেব্রু ১৯, ২০১৯ @ ২৩:৪৫

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1