এখনো কাঁদছে শহীদের পরিবারঃ আর মেহেবুবা মুফতি বলছেন-ইমরান খানকে আর একটা সুযোগ দেওয়া উচিত

দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৯, ২০১৯ @ ২০:৩১

এসপিটি নিউজ, শ্রীনগর, ১৯ ফেব্রুয়ারিঃ পুলওয়ামা হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন-ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে। এরপর তিনি বলেন, যদি ভারতের কাছে এমন কোনও প্রমাণ থেকে তবে তারা আমাদের কাছে পাঠাক। আমি গ্যরান্টি দিয়ে বলছি, আমরা তা দায়িত্ব নিয়ে তদন্ত করব। এর জবাবে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি পাকিস্তানের সমর্থনে বলেছেন ইমরান খানকে একটি সুযোগ দেওয়া উচিত।

মেহবুবা মুফতি ইমরানের বিবৃতির প্রতিক্রিয়ায় এক ট্যুইট করে লিখেছেন, “মানতে পারলাম না, পাঠানকোট কান্ডের যথাযথ প্রমাণ তাদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু অপরাধীকে দোষী সাব্যস্ত করার কোনো ব্যবস্থাই  নেওয়া হয়নি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আর একটা সুযোগ দেওয়া উচিত কারণ তিনি নির্বাচিত হয়ে এসেছেন। স্পষ্টতই আসন্ন নির্বাচনের জন্য যুদ্ধের-স্লোগান দেওয়া হচ্ছে,  এ ছাড়া তাদের আর কোনও মানে  নেই।”

এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে জানা গেছে- ভারত জঙ্গি হামলার পরে বহুবার পাকিস্তানকে প্রমাণ পাঠিয়েছে। তা সে উরি হামলা হোক কিংবা পাঠানকোট এয়ারবেসে হামলা- কিন্তু পাকিস্তান কি করেছে? শুধু প্রামণ নিয়ে নিজদের কাছে রেখে দিয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। উল্টে পাকিস্তানের জমিকে জঙ্গিদের অবাধে কাজকর্ম করার সুযোগ করে দিয়েছে।

পুলওয়ামা হামলায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ, যার নেতা মাওলানা মাসুদ আজহার পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। মুম্বাই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড লস্কর নেতা হাফিজ সাঈদ-এর বিরুদ্ধে বহু প্রমাণ এর আগে একাধিক বার পাকিস্তানের কাছে পাঠানো হয়েছে। কিন্তু তা নিয়ে কি করেছে পাকিস্তান? এখন তারা আবার প্রমাণ দেখতে চাইছে।

দেশের নানা প্রান্তে কান পাতলে শোনা যাবে কান্নার আওয়াজ। সংখ্যার হিসেব বাদ দিলে এ আমাদের ভারতের সমস্ত দেশবাসীর কান্না। দেশবাসীর উপর হামলা। যে পাকিস্তান বরাবর জঙ্গিদের কাজকে প্রচ্ছন্নভাবে মদত দিয়ে এসেছে তাদের মুখে এখন ‘প্রমাণ পেলে ব্যবস্থা নেব’ বিশ্বাস করা খুব কঠিন। যারা বিশ্বাসের সঙ্গে প্রতরাণা করে সেই পাকিস্তানকে কিভাবে আর একটা সুযোগ দেওয়া উচিত তা কি ভেবে দেখেছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

কি বলেছেন ইমরান খান

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান প্রমাণ এক বিবৃতিতে জানিয়েছেন- ভারত বলছে পুলওয়ামা  হামলায় জৈশ-ই-মহম্মদ জড়িত। ভারত যদি প্রমাণ পাঠায় তাহলে পাকিস্তান এর তদন্ত করবে। ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে। তিনি দাবি করেন যে নতুন পাকিস্তানে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। তিনি বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসের শিকার এবং এজন্য পাকিস্তানের ৭০ হাজার মানুষের প্রাণ গেছে।

ইমরান বলেন যে যখনই তিনি আলোচনার বিষয় উত্থাপন করেন, তখন ভারত সন্ত্রাসবাদকে প্রথম আলোচনার বিষয় করে তোলে। আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু ভারতকে দেখতে হবে কাশ্মীরে কী হচ্ছে। তিনি বলেন, ভারতে সাধারণ নির্বাচন আসছে, আর তাই যুদ্ধের পরিবেশ তৈরি করা হচ্ছে।

Published on: ফেব্রু ১৯, ২০১৯ @ ২০:৩১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 47 = 56