জম্মু ও কাশ্মীর পর্যটন: পর্যটক আগমনে গত বছরের রেকর্ড ২০২২ সালের প্রথম ছয় মাসেই ভেঙে দিয়েছে

Main ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২, ২০২২ @ ১৫:১৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২ জুলাই: ভূ-স্বর্গ কাশ্মীর। বলা হয়ে থাকে ‘এশিয়ার সুইৎজারল্যান্ড’। এমন জায়গায় ভ্রমণ করাও পরম আনন্দের। করোনা মহামারীর পর নতু করে সেজে উঠেছে জম্মু ও কাশ্মীর। বিভিন্ন রাজ্য থেকে মানুষ ছুটছে ভূ-স্বর্গে। জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ পর্যটকদের প্রতি যথেষ্ট দায়িত্বশীল। তাই মানুষ নিশ্চিন্তে ঘুরছে কাশ্মীর। ইতিমধ্যে অমরনাথ যাত্রাও শুরু হয়েছে। জম্মূ কাশ্মীর প্রশাসন মনে করছে এ বছর বিগত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙে যাবে। ইতিমধ্যেই গত বছরের পর্যটক আগমনের রেকর্ড ২০২২ সালের প্রথম ছয় মাসে অর্থাৎ জুন মাসের মধ্যেই ভেঙে ফেলেছে।  অর্থাৎ

অমরনাথ যাত্রা প্রসঙ্গে বললেন ডেপুটি ডিরেক্টর

জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই অমরনাথ যাত্রা শুরু হয়ে গিয়েছে। গত ৩০ জুন থেকে যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে ৩ লক্ষ তীর্থযাত্রী যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছে। এ প্রসঙ্গে এসপিটিকে জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর ড. ইলিয়াস হাসান জানান- “অমরনাথ শ্রাইন বোর্ড ছাড়াও পর্যটন বিভাগ জম্মু ও কাশ্মীর এই যাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন করতে সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছে। আমরা মনে করছি এবার অনেক বেশি পদার্পন হবে। করোনা মহামারীর পর এবারই প্রথম অমরনাথ যাত্রা শুরু হয়েছে।”

তীর্থযাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা কিংবা বাধার সম্মুখীন হতে না হয় তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহামারীর পর এবার অমরনাথ যাত্রা হচ্ছে। আমরা আশা করছি এবার বহু মানুষ তীর্থযাত্রা করবে। এজন্য আমরা গোটা যাত্রা পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমরাও চাই , মানুষ আসুক। তারা অমরনাথ যাত্রা করুক। আমরা চাই , পর্যটকদের যাতে কোনওভাবেই সমস্যার মুখোমুখি হতে না হয়।যোগ করেন ডেপুটি ডিরেক্টর।

পর্যটকএর সংখ্যা কি অবস্থায় আছে

মানুষজনের যাতায়াত কেমন চলছে ? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ড. ইলিয়াস বলেন- জানুয়ারি থেকে এ পর্যন্ত আমাদের রাজ্যে পর্যটকের সংখ্যা বেড়েছে। এতটাই বেড়েছে যে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এবার আমাদের পর্যটনে ব্যাপক সাড়া মিলেছে। এই মুহূর্তে প্রায় ৮০ শতাংশ হোটেল বুকিং সম্পূর্ণ হয়েছে। প্রচুর মানুষ যাচ্ছে। ২০১৯ সালের পর ২০২০ ও ২০২১ সালে কোভিড মহামারীর কারণে পর্যটকের সংখ্যা অনেক কম ছিল। এখন আমাদের রাজ্য কেন্দ্র শাসিত । ইতিমধ্যেই আমরা পর্যটনের প্রসারে অনেক বেশি প্রচার চালিয়েছি। আমরা আমাদের সার্ভিস প্রোভাইডারদের ১০০ শতাংশ ভ্যাকসিনেশন করিয়েছি। ট্যাক্সি ড্রাইভার, হোতেল স্টাফ, গাইড, শিকারাওয়ালা, হাউজবোটওয়ালা এদের সকলকে আমরা ভ্যাকসিনেশন করিয়েছি। সংখ্যা না বলতে পারলেও এটুকু বলতে পারি গতবছর যে সংখ্যা ছিল তা কিন্তু আমরা এই বছর প্রথম ছয় মাসে জুন মাসের মধ্যেই পার করে দিয়েছি।

সব থেকে এখন যে রাজ্যগুলি থেকে কাশ্মীর ভ্রমণ করছে সেই প্রসঙ্গে ডেপুটি ডিরেক্টর বলেন- আমাদের রাজ্যে দেশের সমস্ত প্রান্ত থেকেই পর্যটকরা যায়। তবে বেশি যায় বাংলা, গুজরাট, মহারাষ্ট্র থেকে। এই তিন-চারটি রাজ্য আছে যেখান থেকে সব চেয়ে বেশি লোক ঘুরতে যায়।

৭৫ অফবিট জায়গার খোঁজ

“আমাদের দেশে দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। সেই মতো জম্মু ও কাশ্মীর ডিভিশনের মোট ৭৫টি জায়গাকে আমরা বেছে নিয়েছি। যে জায়গাগুলির সঙ্গে এর আগে পর্যটকরা পরিচিত ছিল না। আমরা সেইসব ‘অফবিট’ জায়গাগুলিকে তুলে ধরছি। যেখান থেকে মানুষ ভ্রমণের এক দারুন আনন্দ উপভোগ করতে পারবে। সরথালে, জম্মুতে পত্নিটপ আছে।“

পর্যটকদের প্রতি জম্মু ও কাশ্মীর পর্যটনের বার্তা

“আমরা চাই মানুষ বেশি করে জম্মু ও কাশ্মীর ঘুরতে আসুন। জম্মু ও কাশ্মীর পর্যটন আপনাদের স্বাগত জানাতে তৈরি। এখানে কোনও সমস্যা নেই। ামাদের সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা সকলেই ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে নথিভুক্ত হয়ে আছে। আমরা এটাই দেখি যে পর্যটকরা এখানে ঘুরতে এলে তাদের যাতে কোনও অসুবিধা না হয়। তারা ভ্রমণের সমূর্ণ আনন্দ নিক। আপনারা নিঃসঙ্কোচে আসুন। আমরা আপনাদের সাথে আছি।” বলেনজম্মু ও কাশ্মীর পর্যটনের দেপুটি ডিরেক্টর ড. ইলিয়াস হাসান।

Published on: জুলা ২, ২০২২ @ ১৫:১৬


শেয়ার করুন