আসামের চিড়িয়াখানায় এই বাঘটিকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন প্রাণী চিকিৎসকরা অর্থাৎ

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: মে ৪, ২০১৯ @ ১৬:৩৪

এসপিটি নিউজ ডেস্ক:  আসামের ওরাং ন্যাশনাল পার্ক থেকে একটি স্ত্রী বাঘ বিচ্ছিন্ন হয়ে গেছিল। এরপর গত ৫ এপ্রিল বাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা। কিন্তু উদ্ধারের পর দেখা যায় বাঘটি সম্পূর্ণভাবে সুস্থ নয়। বন দফতর বাঘটিকে সুস্থ করে তোলার প্রয়াস নিয়েছে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘটি উদ্ধারের সময় দেখা যায় অন্ধত্ব, দুর্বলতার ফলে কাহিল হয়ে পড়েছে। সেইসময় স্থির হয়ে বাঘটিকে নিয়ে এসে সঠিক স্থানে তার চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে হবে।

সেই মতো বাঘটিকে উদ্ধারে পর আসামের স্টেট চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাণী চিকিৎসকরা বাঘটির চিকিৎসা শুরু করেছে। এখন চলছে তারই প্রক্রিয়া। এখন দেখার বিষয় বাঘটিকে তারা কত দিনে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে পারেন।

Published on: মে ৪, ২০১৯ @ ১৬:৩৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 88 = 93