ঘূর্ণিঝড় ইয়াসঃ পশ্চিমবঙ্গে প্রায় ৯ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ওড়িশাও নিয়েছে ব্যবস্থা

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২৫, ২০২১ @ ১৭:১৩

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ মেঃ সময় যত এগোচ্ছে ততই সতর্কতা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ, ওড়িশা সরকার। ইতিমধ্যে দুই রাজ্যই কয়েক লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে প্রায় ন’লক্ষ মানুষ আছে। দুই রাজ্যের প্রশাসনিক স্তরের পাশাপাশি সমানভাবে এনডিআরএফ ও ইন্ডিয়ান কোস্ট গার্ডের জওয়ানরাও মানুষের পাশে থেকে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন- “পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া ও মুর্শিদাবাদ, বীরভূম জেলা বেশি করে প্রভাবিত হবে।একই সঙ্গে ভরা কোটালে গঙ্গার জলেও অনেক জায়গা প্লাবিত হয়েছে।দীঘায় সমুদ্রের ঢেউ-এর জল জনবহুল এলাকায় ঢুকে পড়েছে।সুন্দরবনেও তীব্র হাওয়া বইছে। ইতিমধ্যে আমরা প্রায় ৯ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছি।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন-” আমাদের চার হাজার ফ্লাড সেন্টারে বহু মানুষকে নিয়ে যাওয়া হয়েছে।এবার ব্লক লেবেল পর্যন্ত ওয়ার রুম তৈরি হয়েছে। এক একজন আইএএস সিনিয়র অফিসারদের এক একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ৭৪ হাজার সরকারি অফিসার ও কর্মচারী ২ লক্ষ পুলিশ, হোমগার্ড, সিভিক পুলিশ কাজে লাগিয়েছি।”

পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা দাবি করেছেন- সাইক্লোন ইয়াস তাদের জীবিকার ক্ষতি  করছে। একজন মৎস্যজীবী কমল কান্তি জানান-“আমাদের এখানে আটটি ট্রলার রয়েছে। যদিও ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার কোনও পথ আমাদের জানা নেই। কিন্তু এই ক্ষতি এড়াতে কিছুটা পূর্বের প্রস্তুতি আমাদের এ থেকে বাঁচাতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে পুরো মৎস্য ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়েছে।”

ইন্ডিয়ান কোস্ট গার্ডের আইজি জানান- নিষেধাজ্ঞা সত্ত্বেও জেলেরা তাদের জীবিকার জন্য প্রায়শই সমুদ্রের দিকে এগিয়ে যায়, এই পরিস্থিতি মোকাবেলায় আমরা আঞ্চলিক ভাষায় ঘোষণা করেছি। নেভি তাদের ডাইভিং এবং মেডিকেল দলগুলির সাথে প্রস্তুত আছে। আমাদের বিশ্বাস, কোনও ক্ষয়ক্ষতি হবে না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাইক্লোন ইয়াসের কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন।

ওড়িশার এডিজি (আইন শৃঙ্খলা)ওয়াই কে জেথওয়া জানিয়েছেন-  ওড়িশার উপকূলীয় জেলাগুলি, পুলিশ দলগুলি এখন পর্যন্ত দূর্গম অঞ্চল থেকে ৮১,৬১৬ জনকে সরিয়ে নিয়েছে। অভিযানটি ত্বরান্বিত করা হচ্ছে এবং সন্ধ্যা নাগাদ শেষ হবে।

ওড়িশা দুর্যোগ র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (ওডিআরএফ) ৬০টি ফর্মেশন সাইক্লোন-পরবর্তী উদ্ধার ও পুনরুদ্ধারের জন্য ঝুঁকিপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে। ওড়িশা রাজ্য সশস্ত্র পুলিশের ৫৫ প্লাটুন তাদের সহায়তা করবে। ওডিআরএএফ দলগুলিকে উচ্চ-শেষ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

Published on: মে ২৫, ২০২১ @ ১৭:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 + = 38