করোনা পরিস্থিতি ভয়াবহঃ ফের লকডাউন উত্তরপ্রদেশ, চন্ডীগড়ে, কার্ফিউ উত্তরাখন্ডে, প্রধানমন্ত্রী বসছে জরুরী বৈঠকে

Main কোভিড-১৯ দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ১৮, ২০২১ @ ১১:২৯

এসপিটি নিউজঃ করোনা পরিস্থিতি ইতিমধ্যেই উদ্বগজনক হয়ে উঠেছে। তাই ফের কঠোর বিধিনিষেধ আরোপ করতে হয়েছে রাজ্যগুলিকে। মহারাষ্ট্রের পরিস্থিতি বেশ ভয়াবহ।ক্রমেই খারাপের দিকে যেতে শুরু করেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, চন্ডীগড়। কোথাও শুরু হয়েছে লকডাউন, কোথাওবা কার্ফিউ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারানসীর পরিস্থিতি নিয়ে আজ জরুরী বৈঠক ডেকেছেন।

উত্তরপ্রদেশে লকডাউন

করোনার ক্রমবর্ধমান মামলার বাড়বাড়ন্ত দেখে রবিবার উত্তরপ্রদেশ সরকার একটি লকডাউন করে। এই লকডাউনের ফলে গোটা উত্তরপ্রদেশ কার্যত শুনশান হয়ে যায়। রাস্তায় খুব বেশি কাউকে দেখা যায়নি। মুরাদাবাদে কিছু মানুষকে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য বাড়ির বাইরে বেরোতে দেখা যায়।একই ছবি লক্ষ্য করা গেছে লখনউয়ের হযরতগঞ্জ ও বিধানসভা মার্গ এলাকায়।

কানপুরে বাসের জন্য অপেক্ষা

কানপুরে সাপ্তাহিক লকডাউনের কারণেমারাত্মক প্রভাব পড়েছে পাবলিক ট্রান্সপোর্টে। যানবাহনের অভাবে বহু পরিযাতী শ্রমিক আটকে আছেন। সেখানকার এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে- আজ সকালে দু’টি বাস আজমগড় ছেড়ে গেছে। তবে বেশিরেভাগ বাস ভোটের ডিউটিতে আছে। ফলে পর্যাপ্ত বাস না থাকায় এখানে প্রায় ৫০০ মানুষ অপেক্ষা করছেন।

চন্ডীগড়েও সাপ্তাহিক লকডাউন শুরু

পরিস্থিতি খারাপের দিকে গেছে চন্ডীগড়েও। সেখানেও বেড়েছে করোনার আধিক্য। আর তাই করোনা সংক্রমণ রোধে এই কেন্দ্রশাসিত অঞ্চলে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে। এর ফলে চন্ডীগড়ের রাস্তাঘাট ফাঁকা এবং বাজার বন্ধ। কেন্দ্রশাসিত অঞ্চলটিতে গতকাল ৪৩১ টি নতুন মামলা হয়েছে। ইতিমধ্যে তালিকায়  মোট ৩৩,৩০৯টি মামলা হয়েছে।

বারাণসী নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারাণসীতে করোনা  পরিস্থিতি পর্যালোচনা করতে সকাল 11 টায় একটি বৈঠকের সভাপতিত্ব করবেন। বৈঠকে বারাণসীতে কোভিডের সাথে লড়াইয়ে জড়িত শীর্ষস্থানীয় কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং চিকিৎসকরা অংশ নেবেন।

কঠোর বিধিনিষেধ উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রে

ক্রমবর্ধমান কোভিড মামলার পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ডে এক দিনব্যাপী ‘করোনা কার্ফিউ’ জারি করা হয়েছে। দেরাদুনের রাস্তা শুনশান। রাস্তাঘাটে চোখে পড়েনি খুব বেশি লোকজনকে।

কোভিড-এর বিস্তার নিয়ন্ত্রণ করতে সাপ্তাহিক ছুটির দিনে নগরীতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মেরিন ড্রাইভের নিকটবর্তী যানবাহনগুলি চেক করা হচ্ছে। মহানগরীতে গতকাল ৮,৮৩৪ টি নতুন মামলা ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় ৫২ জন মারা গেছে। সক্রিয় মামল্লা৮৭,৩৬৯ জন।

Published on: এপ্রি ১৮, ২০২১ @ ১১:২৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 − = 51