গ্রাম্য বধূর সমর্থনে তৃণমূলের পতাকা হাতে মিছিলে পা মেলালেন গ্রামবাসীরা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: এপ্রি ২২, ২০১৮ @ ২১:৫০

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২২ এপ্রিলঃ বছর ছয়েক আগেও যে গ্রামে মাও আতঙ্ক লেগে থাকত আজ সেই গ্রামের মানুষ পঞ্চায়েত ভোটে সামিল হয়েছেন। গ্রামের বধূ সুষমা মাহাতোকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার ছিল ছূটির দিন। এই দিনে গ্রামের মানুষ গ্রামের বধুর সমর্থনে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। এক সময়ের মাও আতঙ্কে গুটিয়ে থাকা ঝাড়গ্রামের বিরিহাঁড়ি গ্রামে ভোটের হাওয়া ছড়িয়ে পড়েছে।

বিরিহাঁড়ি গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে গ্রামের বধূ সুষমা মাহাতোকে। রবিবার ছূটির দিনে তিনি গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। প্রচারে পা মিলিয়েছিলেন গ্রামের বহু মানুষ। প্রচারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত সাত বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন। প্রার্থী সুষমা বলেন, এলাকার মানুষ শান্তি ও উন্নয়ন চায়। ভোটে তারই প্রতিফলন ঘটবে। মানুষ তৃণমুল কংরেসকেই পঞ্চায়েতের ক্ষমতায় নিয়ে আসবে বলে মনে করেন তিনি।

এক সময় যে গ্রামে উন্নয়ন বলে কিছু ছিল না, যার ফলে এলাকায় মাওবাদীদের দাপট ক্রমেই বেড়ে গেছিল সেই বিরিহাঁড়ি গ্রাম আজ সম্পূর্ণ পালটে গেছে।আজ যেদিকেই তাকানো যায় শুধুই উন্নয়ন। এখন গ্রামে বন্দুকের গুলির আওয়াজ শোনা যায় না। হয় না কোথাও অগ্নিসংযোগের ঘটনাও। হয় না অপহরণের ঘটনাও। এখন গ্রামের মানুষ দু’টাকা কিলো দরে চাল পাচ্ছে। পাকা রাস্তা হয়েছে। বাড়ি বাড়ি জল পৌঁছেছে। গ্রামে এসছে বিদ্যুতের আলোও। মানুষ এখন আতঙ্কে নয় শান্তিতে দিন কাটাচ্ছে। গ্রামবাসীরাও এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।

Published on: এপ্রি ২২, ২০১৮ @ ২১:৫০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 − 42 =