গোয়ালপোখরে সাংবাদিককে প্রহার, রণক্ষেত্র চোপড়া-কমিশনের বিশেষ পর্যবেক্ষক জানালেন ভোট শান্তিপূর্ণ

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ১৮, ২০১৯ @ ১৮:৩৯

এসপিটি নিউজ ব্যুরো : দ্বিতীয় দফার ভোটে চোপড়ায় বিজেপি-তৃণমূল কংগ্রেস সংঘ্ররষ ঘিরে রণক্ষত্রের চেহারা নেয়। গোয়ালপোখরে ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে এবিপি আনন্দের সাংবাদিক ও ক্যামেরাম্যান। নামল র‍্যাফ। যদিও মোটের উপর আজকের ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, “এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হয়েছে। চোপড়ায় প্রথমে ভট দিতে যেতে পারছিল না মানুষ। পরে পুলিশ , অবজার্ভার গিয়ে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু তারা ভোট দিতে যেতে রাজী হননি।”

তবে চোপড়ায় কিন্তু এদিন সকাল থেকে দফায় দফায় বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় পুলিশকে টিয়ার গ্যাস ফাটাতে হয়। শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়ার অভিযোগ ওঠে।

সব থেকে বড় ঘটনাটি ঘটে এদিন গোয়ালপোখরে। সেখানে ভোটারদের একাংশ অভিযোগ করে তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। বুথের ভিতর ঢুকতে দিচ্ছে না। যারা অভিযোগ করে তারা বিজেপির সমর্থক। এই অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে খবরের সত্যতা যাচাই করতে যান এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ও ক্যামেরাম্যান। তাদের দেখে বুথের চারপাশে থাকা অভিযুক্তরা ঘিরে ফেলে সাংবাদিক ও ক্যামেরাম্যানকে। ঘটনাস্থলে ফেলে লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় সাংবাদিকের।

অভিযোগ, সেইসময় গোটা ঘটনাটি ঘটে পুলিশের সামনে। তারা নীরব দর্শক হয়ে দেখতে থাকে। অবশেষে কইয়েকজন ভোটার স্থানীয় বাসিন্দা তারাই ধরাধরি করে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পার্থর মাথায় চারটে সেলাই পড়েছে। এই ঘটনার পর অবশ্য তৎপর হয় প্রশাসন। নির্বাচন কমিশন জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছেন।

Published on: এপ্রি ১৮, ২০১৯ @ ১৮:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =