দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের নেতৃত্বে দুই মহিলা, সভাধিপতির পদে হ্যাট্রিক শামিমার

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৬, ২০১৮ @ ২২:১৪

এসপিটি নিউজ, বারুইপুর, ২৬ সেপ্টেম্বরঃ শুরু সেই ২০০৮ সালে। চলছে আজও। এই উন্নয়নই আজ তাঁকে জেলাপরিষদের সর্বোচ্চ পদে বসাতে সহায়তা করেছে।তৃণমূল কংগ্রেসের একমাত্র মহিলা সদস্য হয়ে টানা তিনবার সভাধিপতি হওয়ার হ্যাট্রিকের অনন্য নজির গড়েছে শামিমা শেখ। এবারের দক্ষিণ ২৪ পগনা জেলা পরিষদের নেতৃত্বে এলেন আরও এক মহিলা। সহ-সভাধিপতি হিসেবে দায়িত্বভার নিলেন পূর্ণিমা হাজারি নস্কর।

বুধবার শপথগ্রহণের পর সভাধিপতি শামিমা শেখ এই জয়কে মা মাটি মানুষের প্রতি উৎসর্গ করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশকে সামনে রেখে সকলকে নিয়ে জেলা জুড়ে আরও উন্নয়ন মূলক কাজ করতে হবে।ভাঙরে ২৮ হাজার কৃষককে দিয়ে সবজি চাষ করানো হচ্ছে।সেই সবজি বিদেশে যাচ্ছে।ফলে কৃষকরা আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছে।এই জেলা কৃষি প্রধান জেলা।তাই কৃষি ও সেচের আরও বেশি করে উন্নয়ন করতে হবে।

তিনি আরও বলেন, এই জেলার মধ্যে ১৩টি ব্লক সুন্দরবনের মধ্যে পড়ে।ফলে মুখ্যমন্ত্রীর সুন্দরীনি প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলা শুরু হয়েছে।ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্যানিং মাতলা নদীর পাড়ে কেরলের মডেলে নারকেল গাছের চারা রোপন করা হচ্ছে ১০০ দিনের কাজে মাধ্যমে।এই মডেল কার্যকর হলে তা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হবে।যেহেতু নারকেল একটি অর্থকারী ফসল।আর এই কাজ যারা করছে সেই সমস্ত বেনিফিসারিদের বৃক্ষ পাট্টা দেওয়া হবে।ফলে গড়ে উঠবে কর্ম সংস্থান।ক্যানিং মাতলা নদীর সৌন্দর্য বাড়বে এবং সুন্দরবন পযটকদের আর্কষণ বাড়বে।পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে এবং ভূমিক্ষয় রোধে কাজ হবে।

এদিন কড়া নিরাপত্তা বলয়ে জেলা পরিষদের বোর্ড গঠন হয়।উপস্থিত ছিলেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও,এসডিও শান্তনু বসু প্রমুখ।এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলার ৮৪ টি জেলা পরিষদের আসনের সব কটি আসনে জয় লাভ করে তৃণমূল প্রার্থীরা।

২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে  রাজ্য ২টি জেলা পরিষদ গঠন করেছিল তৃণমূল।পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা।আর দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি হয়ে ছিলেন শামিমা সেখ।কাজের নিরিখে ২০১৩ পঞ্চায়েত নির্বাচনে এই জেলা পরিষদ গঠন করে তৃণমূল।তখনও জেলা পরিষদের সভাধিপতি হন শমিমা সেখ এবং সহকারী সহ সভাধিপতি হন শৈবাল লাহিড়ি।এবারে জেলা পরিষদের সভাধিপতি পদটি জেনারেল হয়।ফলে তৃতীয়বার এই পদে বসে হাট্রিক করলেন শামিমা সেখ।

Published on: সেপ্টে ২৬, ২০১৮ @ ২২:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

99 − 89 =