গত আট মাসে প্রায় চার লক্ষেরও বেশি উড়ানে চার কোটিরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন

Main কোভিড-১৯ দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৩, ২০২১ @ ১২:২০

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:    সারা বিশ্বের মধ্যে এ এক নজির। ভারতে করোনা কালে 25 মে বিমান চলাচল শুরু হওয়ার পর থেকে, এ পর্যন্ত গত আট মাসেরও বেশি সময়ে- প্রায় চার লক্ষেরও বেশি উড়ানে চার কোটিরও বেশি মানুষ ওঠানামা করেছে। একই সঙ্গে বিমানবন্দরগুলিতে করোনা যোদ্ধারা যাত্রীদের সব রকমের সহায়তা করে চলেছেন।

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 25 মে’2020 সাল থেকে এএআই এর বিমানবন্দর থেকে 3.98 লক্ষ উড়ানের মাধ্যমে 4.15 কোটিরও বেশি আগমন এবং যাত্রা হয়েছে।বিমানবন্দরের কর্মীরা তাদের সাধ্যমতো কোভিড বিধি মেনে সব রকমের সহায়তা প্রদান করে চলেছেন। COVID-19 এর বিরুদ্ধে এই যুদ্ধে,  যাত্রীদের সুরক্ষিত রাখতে প্রতিদিন সামনে থেকে তারা সাহসী লড়াই করে যাচ্ছেন।

ভারতীয় নাগরিক বিমান চলাচলে কলকাতা বিমানবন্দরে গত ডিসেম্বরে 7,900 -এর বেশি উড়ান যাত্রীদের পুনরুদ্ধার করেছে। 2021`সালের জানুয়ারিতে সেই সংখ্যা 9,600 ছাড়িয়ে গেছে। গোয়া বিমানবন্দরে গত ডিসেম্বরে  4 লক্ষ 67 হাজারের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। জানুয়ারিতে সেই সংখ্যা 5 লক্ষ 79 হাজার চাহড়িয়ে গেছে।

Published on: ফেব্রু ১৩, ২০২১ @ ১২:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 4