২০১৮ ফিফা বিশ্বকাপঃ ‘বিশ্বকাপের হানি শট আমায় সেলিব্রিটি বানিয়ে দিল’

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ১৫, ২০১৮ @ ১৭:৩৮

এসপিটি স্পোর্টস ডেস্কঃ সুন্দরী মেয়েরা সবসময় যে কোনও জায়গায় মূল আকর্ষণ হয়ে ওঠে। সেখানে বিশ্বকাপের মতো আসরে তারা বাদ যায় কি করে! তাই গ্যালারিতে বসে খেলা দেখতে বসা সেইসব সুন্দরী তরুণীদের বেছে নেয় ভিডিও ক্যামেরা। সুন্দরীরা গ্যালারির যে প্রান্তেই থাকুক না কেন ক্যামেরার লেন্স তাদের ঠিক খুঁজে বের করে নেয়। তারপর জুম কিংবা বড় করে লেন্সের কাছে নিয়ে আসে তাদের ছবি। এরপর তা ফোকাস করা হয়। এটাকেই বলে হয় হানি শট।২০১৪ সালের বিশ্বকাপে যে শটে কুপোকাত হয়েছেন বহু সুন্দরী। এদের কারও বরাত খুলে গেছে। তাদের মধ্যে কেউ আবার সেলিব্রিটিও বনে গেছেন। এমনই একজন হলেন কলোম্বিয়ার সুন্দরী আকর্ষণীয় ফুটবল সমর্থক নাটালিয়া বেতানকুর।

২০১৪ সালের বিশ্বকাপে এই হানি শট মাত করে দিয়েছিল। সেবার ব্রাজিল-কলোম্বিয়া ম্যাচে ভিডিও ক্যামেরা এক সুন্দরী তরুণীর দিকে নজর রেখেছিল। ক্যামেরা জুম করে সেই তরুণীর উপর ফেলছিল।সেই সুন্দরী কিন্তু কিছুই বুঝতে পারছিলেন নে। তিনি তখন গ্যালারিতে আপন খেয়ালে ছিলেন। আর ক্যামেরা কিন্তু তার কাজ করে চলছিল। বারে বারে হানি শট-এ ফোকাস করছিল সেই সুন্দরী তরুণীর চেহারা।

পরে সেই সুন্দরী তরুণীর ছবি দৃষ্টি কাড়ে পপ স্টার রিয়ানার। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই সুন্দরীর ছবি শেয়ার করে লেখেন ‘কলোম্বিয়ান সুন্দরী’। এর পর যা হয় তা কোনওদিন কল্পনাও করতে পারেননি কলোম্বিয়ান এই সুন্দরী ফুটবল সমর্থক নাটালিয়া বেতানকুর। দু’দিন আগেও যিনি ছিলেন এক অজানা অচেনা তরুণী একটা ছবির প্রচার বিশ্বকাপের হানি শট তাঁকে রাতারাতি করে তুলল একজন জনপ্রিয় মডেল ও টিভি ব্যক্তিত্বে।

এখানেই শেষ নয়, বিশ্বের প্রভাবশালী ও ক্ষমতাবান সেরা ১০০জন নারীর তালিকায় স্থান পেয়েছেন এই কলোম্বিয়ান সুন্দরী ফুটবল সমর্থক। বিবিসি-কে এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “আমার কোনও ধারনাই ছিল না কখন ক্যামেরা আমার দিকে জুম করে আমার ছবি তুলে নিয়েছে। আমি তখনও জানতাম না পরবর্তী জীবনে কি হবে বা কি হতে চলেছে। আমি হয়ে গেছিলাম ওদের কাছে হানি শট।আজ বুজতে পারছি ঐ হানি শট আমায় সেলিব্রিটি বানিয়ে দিল।”

এই ছবি প্রকাশ হতেই এক মাসের মধ্যে পুরুষদের এক ম্যাগাজিনের কভার পেজে নাটালিয়ার ছবি প্রকাশ হয়েছিল।নাটালিয়া বিবিসি-কে আরও জানান, “আমি আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে নির্মাণ সামগ্রীর এক কোম্পানি খুললেও আজ আমি দেশের বেশ কিছু পন্যের মডেল ও চুলের সৌন্দর্য রক্ষার এক বিদেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও কাজ করছি।”

যদিও এ ধরনের ছবি তোলার বিষয়ে আপত্তি জানিয়েছে ফিফা। ফিফার ডাইভারসিটি প্রধান ফেডারিকো আদিয়াচি সম্প্রচার কতৃপক্ষের কাছে অনুরোধ রেখেছেন ভিড়ের মাঝে এভাবে সুন্দরী আকর্ষণীয় নারীদের ছবি যেন আর না তোলা হয়। যদিও নাটালিয়া এ বিষয়ে ফিফার সঙ্গে একমত হতে পারছেন না। তাঁর মতে, এধরনের ছবি তো একজন মেয়ের জীবন বদলেও দিতে পারে। আমার ক্ষেত্রে যা ঘটেছে। যদিও অনেকেই নাটালিয়ার সঙ্গে একমত হতে পারছেন না। অনেকেই এর পিছনে নেগেটিভ দিকগুলিও তুলে ধরেছেন।

এরই মধ্যে আলোকচিত্র এজেন্সি সম্প্রতি রাশিয়া বিশ্বকাপে “দ্য হটেস্ট ফ্যান অ্যাট দ্য ওয়ার্ল্ড কাপ” শিরোণামে একটি অ্যালবাম প্রকাশ করে। যার উদ্দেশ্যই ছিল বিশ্বকাপ দেখতে আসা সুন্দরী আকর্ষণীয় মেয়েদের ছবি তুলে ধরা। যদিও পরে তারা এজন্য দুঃখ প্রকাশ করে অ্যালবামটি সরিয়ে দিয়েছে। সূত্রঃ বিবিসি

২০১৪ সালের বিশ্বকাপে নাটালিয়া(ছবি)

Published on: জুলা ১৫, ২০১৮ @ ১৭:৩৮          


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 25 =