বাংলাদেশি খুদে হাফেজের বিশ্বজয়

ধর্ম বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

Published on: অক্টো ২, ২০১৮ @ ১৭:১৩

এসপিটি নিউজ ডেস্কঃ অনেক আশা নিয়ে ক্রোয়েশিয়ায় কুরআন প্রতযোগিতায় গেছিলেন বাংলাদেশের বিস্ময়বালক ৯ বছরের ক্ষুদে হাফেজ শিহাবুল্লাহ। প্রতিযোগিতা শেষ করে সে এখন দেশে ফিরছেন। তবে খালি হাতে নয় রীতিমতো বিশ্ব জয় করে। সুদূর ইউরোপের ক্রোয়েশিয়া থেকে বিশ্বের ৪৩টি দেশের মধ্যে কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের সম্মান সবার উপরে তুলে ধরতে সফল হয়েছেন। তাবড় তাবড় রথি-মহারথীদের সঙ্গে টক্কর দিয়ে এই ক্ষুদে বাংলাদেশি কামাল করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা ছোট্ট হাফেজকে সর্বদা সফল হওয়ার শক্তি জুগিয়েছেন।

গত ২৭শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। ৩০শে সেপ্টেম্বর প্রতিযোগিতাটি শেষ হয়। গোটা বাংলাদেশ তো বটেই সমস্ত বাঙালিরাই খুদে হাফেজের সাফল্য কামনা করেছিল। বশেষে ফল ঘোষণা হতেই জানা গেল কুমিল্লা জেলার বগুড়ার বাসিন্দা ছোট্ট শিহাব বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর খ্যাতনামা কারি-হাফেজ নেজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়অস সুন্নাহ মাদ্রাসার ছাত্র তৃতীয় স্থান দখল করে বাংলাদেশের সম্মান রেখেছেন। সঙ্গে ছিলেন কারি নাজমুল হাসান। ছবি-বাংলা টেলিগ্রাফ

Published on: অক্টো ২, ২০১৮ @ ১৭:১৩

 

 

 

আর সেখানে যোগ দিতে গেছে বাংলাদেশি শিশু ৯ বছরের হাফেজ শিহাবুল্লাহ। এই শিশুই


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 5