গুরুত্বপূর্ণ খবরঃ গর্ভবতী মহিলা কর্মচারী ও দিব্যাঙ্গ কর্মীদের অফিস হাজিরা থেকে ছাড় কেন্দ্রের

Main কোভিড-১৯ দেশ
শেয়ার করুন

Published on: জানু ৯, ২০২২ @ ২০:২০

এসপিটি নিউজ: দেশজুড়ে করোনার তৃতীউ ঢেউ যেভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে তাতে কেন্দ্র ও রাজ্য উভয়েই সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। এবার সেই সতর্কতমূলক ব্যবস্থার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মহামারীর তৃতীয় ঢেউয়ের প্রেক্ষিতে কর্মচারী ও প্রশিক্ষণ দফতরের জারি করা নীতি-নির্দেশিকা সম্পর্কে কেন্দ্রীয় কর্মচারী, গণঅভিযোগ ও পেনশন বিষয়কমন্ত্রী ডাঃ জিতেন্দ্র তেওয়ারি বলেছেন-“গর্ভবতী মহিলা কর্মচারী ও দিব্যাঙ্গ কর্মীদের অফিস হাজিরা থেকে ছাড় দেওয়া হয়েছে। অবশ্য, এই কর্মীরা বাড়ি থেকেই অফিসের কাজ করবেন।

দেশে ১,৫৯,৬৩২জন নতুন করে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে সারা দেশে সক্রিয় কেসের সংখ্যা ৫,৯০,৬১১জন। দৈনিক পজিটিভিটির হার ১০.২১ শতাংশ। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩,৬২৩। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১,৪০৯জন।

কনটেইনমেন্ট জোনে থাকা সমস্ত আধিকারিক ও কর্মীদেরকেও কনটেইনমেন্ট জোনের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত কার্যালয়ে হাজিরা থেকে ছাড় দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, অবর সচিব পদের নিম্নতন কর্মীদের কার্যালয়ে উপস্থিতির হার ৫০ শতাংশে সীমিত করা হয়েছে। বাকি ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকেই কাজ করবেন। সংশ্লিষ্ট সমস্ত দফতরের পক্ষ থেকে এই মর্মে রোস্টার জারি করা হবে। তিনি আরও জানান, যে সমস্ত আধিকারিক ও কর্মীরা অফিসে উপস্থিতির পরিবর্তে বাড়ি থেকে কাজ করছেন, তারা টেলিফোন ও অন্যান্য ইলেক্ট্রনিক উপকরণের মাধ্যমে সর্বদাই কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন। কার্যালয়ে কর্মীদের ভীড় এড়াতে আধিকারিক ও কর্মীরা পৃথক পৃথক সময়ে অফিসে আসবেন এবং একই ভাবে দিনের শেষে অফিস ত্যাগ করবেন। দফতরের পক্ষ থেকে যাবতীয় কোভিড আদর্শ আচরণ কঠোর ভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ববিধি মেনে চলার কথাও বলা হয়েছে।

ডাঃ সিং আরও জানান, দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই যে নীতি-নির্দেশিকা জারি করা হয়েছে তা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। অবশ্য, পরিস্থিতির গুরুত্বের প্রেক্ষিতে নির্দিষ্ট সময় অন্তর এই নীতি-নির্দেশিকা পর্যালোচনা করা হবে। (সূত্রঃপিআইবি)

Published on: জানু ৯, ২০২২ @ ২০:২০


শেয়ার করুন