বিধানসভায় থালা বাজিয়ে ‘চোর স্লোগান’ বিজেপি’র, ১১জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ৩০, ২০২৩ at ২১:২৮

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ নভেম্বর: আজ বিধানসভায় বিজেপি বিধায়করা থালা বাজিয়ে বিক্ষোভ দেখান। এই সময় তারা ফের ‘চোর স্লোগান তুলে সরব হন। অভিযোগ, বিধানসভায় ভিতরে সেইসময় জাতীয় সঙ্গীত হচ্ছিল। যাতে বিঘ্ন ঘটে। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ করা হয়। ১১জন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকেই বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে ‘চোর স্লোগান’ তুলে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। গতকালও এই বিক্ষোভ চলে বিধানসভায়। আজ ফের বিজেপি বিধায়করা বিধানসভা চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে থালা বাজিয়ে ‘চোর স্লোগান’ দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি বিধায়ক তাপস রায় এদিন সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন- মাত্র ৩০ মিটারের ব্যবধান, আর সেখানে বসে বিজেপি বিধায়করা থালা বাজিয়ে চিৎকার করে চলেছে। মুখে উত্তেজক শব্দ ব্যবহার করে, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কটু কথা বলে এবং জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছে তখনও তারা তাদের অসভ্য শব্দ গেয়ে চলেছে। তাহলে তো স্পিকার, পুলিশকে তো ব্যবস্থা নিতেই হয়। এবং প্রবেশ করতেই হয়।

মোট ১১জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ করা হয়। হেয়ার স্ট্রিট থানার পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এমননকি, এই তালিকায় শুভেন্দু অধিকারীর নামও যুক্ত করার জন্য আদালতে আবেদন করবে পুলিশ। শুভেন্দু অধিকারীও পাল্টা আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে এদিন বিধানসভা ভবন বিক্ষোভ পাল্টা বিক্ষোভে সরগরম হয়ে ওঠে।

Published on: নভে ৩০, ২০২৩ at ২১:২৮


শেয়ার করুন