ক্রিকেট মাঠে বাংলাদেশ দেখল ভারতের দাদাগিরি

খেলা দেশ বাংলাদেশ
শেয়ার করুন

Published on: মার্চ ১৯, ২০১৮ @ ০০:৪১

এসপিটি স্পোর্টস ডেস্কঃ যেভাবে একটা হারা ম্যাচকে ভারত এদিন বের করে নিয়ে গেল তা দেখল গোটা ক্রিকেট বিশ্ব। যেভাবে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে চিনের দাদাগিরি দেখতে আমরা অভ্যস্ত ঠিক একই কায়দায় ক্রিকেট মাঠেও ভারত এদিন প্রমাণ করে ছাড়ল যে তাদের প্রথম দলের সেরা খেলোয়াড় না খেললেও তারা হারার জন্য মাঠে নামে না। তাদের দলের সবাই ‘কোই কিসি সে কম নেহি’ স্লোগানে বিশ্বাসী। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশি টাইগারদের বধ করে সেটাই আরও একবার প্রমাণ করে দিল টিম ইন্ডিয়া।এই জয় ভারতকে বিশ্বকাপের আগে নিশ্চিন্তে রাখল যে তাদের রিজার্ভ বেঞ্চও এবার সমানভাবে তৈরি।

আগের ম্যাচে বাংলাদেশিরা ক্রিকেট মাঠে যে দাদাগিরি দেখিয়ে শ্রীলঙ্কানদের পরাস্ত করেছিল তেমনটা না হলেও ভারত এদিন আরও বড় ধরনের দাদাগিরি দেখিয়ে বুঝিয়ে দিল টি-টোয়েন্টি ম্যাচে বিশ্বের যে কোনও দেশ এখন তাদের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে।

এদিন নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান। যা ভারতের মতো দলের কাছে খুব একটা শক্ত স্কোর নয়। কিন্তু এই সামান্য স্কোর তুলতে গিয়ে এদিন ভারতের মতো শক্তিশালী দলের কাছে এই স্কোর কঠিন হয়ে যায়। পড়ে যায় ৬টি উইকেট। একমাত্র রোহিত শর্মা ছাড়া সেভাবে কেউ দাগ কাটতে পারছিল না। এরপরই ত্রাতার ভূমিকায় নামে ভারতের অন্যতম ভরসা হিসেবে দীনেশ কার্তিক। এই কার্তিকের কাঁধে ভর দিয়েই ভারত এদিন একদিকে যেমন চ্যাম্পিয়ন হয়ে গেল তেমনই ক্রিকেট মাঠে বাংলাদেশের বিপক্ষে দাদাগিরিও দেখাল।

কি এমন করেছে কার্তিক যার জন্য তাঁর এত প্রশংসা করা হচ্ছে? বলা হচ্ছে দাদাগিরির কথাও। স্কোরবোর্ডে তখন ম্যাচের বাকি মাত্র এক বল। দরকার পাঁচ রান। গোটা মাঠ দাঁড়িয়ে গেছে। দুই দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা। কি হবে ভারতকে হারিয়ে দিয়ে তবে কি ক্রিকেটের ইতিহাসে নয়া অধ্যায় শুরু করবে বাংলাদেশ? লজ্জার হার নিয়ে তাহলে ভারতকে সামনের দিনগুলি কাটাতে হবে? এসব প্রশ্ন তখন উঠতে শুরু করেছে। বলতে বলতে দীনেশ কার্তিকের স্বপ্নের মার। বল কোথায় যাচ্ছে, কোথায়? আরে একেবারে অনেক উঁচু দিয়ে দিয়ে গিয়ে পড়ল সেই মাঠের বাইরে। ওভার বাউন্ডারি। তার মানে ৫ রানের জায়গায় এল ৬ রান। মাঠে ব্যাট হাতে দৌড়চ্ছে কার্তিক। সহ খেলোয়ারা ছুটে আসছে এদিনের ম্যাচের স্বপ্নের নায়ককে শুভেচ্ছে জানাতে। মাঠে হতাশ হয়ে পড়েছে বাংলাদেশি ক্রিকেটাররা।

ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য বাংলাদেশের এমন অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছে। তারা জানিয়েছে, বাংলাদেশ আগামিদিনে টি-টোয়েন্টিতে বড় শক্তি হয়ে উঠবে।তারা বিশ্বের সব বড় বড় দলকে আরও কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে। তবে তাদের আরো বেশি করে সংযত হতে হবে। ভারতের মট দলের কাছে থেকে ক্রিকেটিয় বিষয়গুলি বেশি করে রপ্ত করতে হবে। তবেই তারা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছত পারবে।

এদনের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন দীনেশ কার্তিক। এই ম্যাচ কার্তিককে নবজন্ম দিল বলা যেতে পারে। কারণ, যারা আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সে তাকে অধিনায়ক করা নিয়ে নাক সিঁটকে ছিল এদিনের ম্যাচের পর তারা মোক্ষম জবাব পেয়ে  গেল।

Published on: মার্চ ১৯, ২০১৮ @ ০০:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =