রাজ্যের প্রকল্পের প্রচারে অভিনব মহিলা ফুটবল ম্যাচের প্রদর্শনী শালবনীতে

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                      ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মার্চ ১৯, ২০১৮ @ ০১:২১

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৮ মার্চঃ সব খেলার সেরা বাঙালির তুমি ফূটবল-হ্যাঁ, বাঙালির সেরা খেলা ফুটবল। আর সেই ফূটবল খেলাকে সামনে রেখে যদি কোনও ভাল কাজের প্রচার করা হয় তাহলে ক্ষতি কি! আর সেটাই হয়ে গেল শালবনীর নবনির্মিত স্টেডিয়ামে। যেখানে মিশন নির্মল বাংলার প্রচারে ফুটবল খেলায় মাতল দুই ব্লকের সেরা দুই মহিলা ফুটবল একাদশ। যা সত্যিই এক অভিনব ব্যাপার। বিশেষ সেই প্রকল্প যা কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নেওয়া এক সুন্দর প্রকল্প।

শালবনি ব্লকের প্রতন্ত এলাকা  কয়মাতে পশ্চিমবঙ্গ সরকারের  ক্রীড়া দফতরের উদোগে পাঁচ কোটি টাকা ব্যায়ে নবনির্মিত শালবনি স্টেডিয়াম উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে।আর সেই স্টেডিয়ামেই খেলার সূচনাও হয়ে গেল সেই মুখ্যমন্ত্রীর উদয়োগে নেওয়া রাজ্যের এক সুন্দর প্রকল্পের প্রচারে দুই ব্লকের দুই সেরা মহিলা ফুটবল দলের খেলার মধ্যে দিয়ে।

রবিবার সেই স্টেডিয়ামে খেলার সূচনা হল। শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে মিশন নির্মল বাংলার প্রকল্পের প্রচারে হল এক প্রদর্শনীমূলক মহিলা ফুটবল।শালবনি এবং মেদিনীপুর সদর ব্লকের সেরা দুটি মহিলা ফুটবল দল-সবুজসাথী ফুটবল ক্লাব এবং কন্যাশ্রী ফুটবল ক্লাব এই খেলায় অংশগ্রহণ করে।

কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সবুজসাথী একাদশ ৪ – ২ গোলে পরাজিত করে কন্যাশ্রী একাদশকে।

এই অনুষ্ঠানা উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক জগদীশ প্রাসাদ মিনা , অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত প্রতিমা দাস , বিধায়ক শ্রীকান্ত মাহাত, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ , জেলা যুবকল্যাণ আধিকারিক প্রভাংশু হালদার , সমষ্টি  উন্নয়ন আধিকারিক পুষ্পল সরকার সহ জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ এবং  পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ।শালবনি স্টেডিয়ামের এই প্রথম খেলার সূচনায়  এলাকার মানুষের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Published on: মার্চ ১৯, ২০১৮ @ ০১:২১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − = 27