ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব-দরকার সচেতনতা, তা জানাতেই কলকাতায় ২৩০০ ছাত্র-ছাত্রীকে একত্রিত করল স্মার্ট ভ্যালু

দেশ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

সংবাদদাতা-অনিরুদ্ধ পাল

Published on: ফেব্রু ২৩, ২০১৯ @ ১৬:২২

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ ফেব্রুয়ারিঃ বাড়ি হালিসহরেই। একদিন তিনি ক্যান্সার বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডা. উৎপল সান্যালকে দেখাতে যান। চিকিৎসক সেই ব্যক্তিকে সিগারেট ছাড়ার পরামর্শ দেন। তখন সেই ব্যক্তি বলেন-এটা সম্ভব নয়। কারণ তিনি হালিসহরে তার এক ভাইয়ের দোকান থেকে সিগারেট কেনেন। এরজন্য তার সেই পাড়াতুতো ভাইয়ের কিছুটা লাভ হয়। এখন তিনি সিগারেট কেনা বন্ধ করে দিলে তার ভাইয়ের সেই লাভ আর হবে না। ডা. সান্যাল সবটা শুনে সেই ব্যক্তিকে ফের বলেন যে তুমি তাহলে বাড়ি ফিরে যাও। সেখানে গিয়ে সেই ভাইয়ের দোকানে ফের যাও। ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো – ভগবান না করুক তুমি যদি অসুস্থ হয়ে পড় তখন সে কি তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে অথবা সে কি আর্থিকভাবে তোমাকে সাহায্য করতে পারবে? সেই ব্যক্তি বাড়ি ফিরে গিয়ে ফের ভাইয়ের দোকানে যান। ভাইকে গিয়ে জিজ্ঞাসা করে- আমি অসুস্থ হলে তুমি কি আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে? জবাবে সেই ভাই হেসে বলে উঠেছিল-পাগল নাকি আমি কিভাবে যাব! আমার ব্যবসা ফেলে রেখে। তিন সপ্তাহ বাদে সেই ব্যক্তির স্ত্রী ফোন করে জানায় তাঁর স্বামী সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। ২০ বছরের অভ্যাস তিন সপ্তাহে খতম। এমনই সচেতনতা হওয়া দরকার। তবেই ক্যানসার থেকে রক্ষা পাওয়া সম্ভব। বলছিলেন স্মার্ট ভ্যালু আয়োজিত এক বিশেষ আলোচনা চক্রে বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. উৎপল সান্যাল।

ক্যানসার ভারতে সবচেয়ে বড় রোগ যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রতি বছর লক্ষ লক্ষ লোক প্রাণ হারায়। বলা হয়ে যে এই রোগ সম্পর্কে এক মরিচ তথ্য আছে তা নিয়ে একটু সচেতন হলেই মানুষ জীবন বাঁচাতে পারে। কারণ ভারতীয়দের সচেতনতা ক্যান্সার সম্পর্কে খুব কম। স্মার্ট ভ্যালু গতকাল শুক্রবার কলকাতায় একটি ক্যান্সার সচেতনতা কর্মসূচির আয়োজন করে। যেখানে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উৎপল সান্যাল – প্রাক্তন সিনিয়র সহকারী পরিচালক (প্রাক্তন প্রধান, অ্যান্টি-ক্যান্সার ড্রাগ ডেভেলপমেন্ট বিভাগ) এই বিষয়ে বক্তব্য রাখেন এবং ২ সেশনে প্রায় ২৩০০ অংশগ্রহণকারীদের কাছে মূল্যবান জ্ঞান ভাগ করে নেন।

স্মার্ট ভ্যালু এই অনুষ্ঠানের পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং সকলেই তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে। সকলেই জানায় -বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্যান্সারের প্রকোপ বেড়ে চলেছে সেই পরিপ্রক্ষিতে এধরনের কর্মসূচী অত্যন্ত প্রাসঙ্গিক।

স্মার্ট ভ্যালু থেকে সিইও কৃষ্ণমূর্তি, রানা সরকার, সুজয় রায়, সৌমিত্র কুণ্ডু, অমিত রায়, সুনীল গায়েন, গৌতম ঘোষ, এবং বিকাশ ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়াও স্মার্ট ভ্যালু প্যান ইন্ডিয়ায় এই ক্রিয়াকলাপ পরিচালনা করছে এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য। তারা আরও বলেন যে এই ধরনের সচেতনতা কার্যক্রম মানুষকে তাদের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে এবং তারা এই রোগ থেকে দূরে থাকতে পারে।

সকল অংশগ্রহণকারীরা শপথ গ্রহণ করেন যে তারা এই জ্ঞান তাদের নিকটতম এবং প্রিয় মানুষদের কাছে ছড়িয়ে দেবে যাতে এটি রাষ্ট্র ও দেশের সকলের কাছে পৌঁছতে পারে। তারা এই মহান উদ্যোগের জন্য স্মার্ট ভ্যালুকে ধন্যবাদ জানান।

Published on: ফেব্রু ২৩, ২০১৯ @ ১৬:২২

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =