পুলওয়ামা হামলার ঠিক আগে স্ত্রীকে ভিডিও্তে এক বার্তা পাঠান শহীদ জওয়ান

Main দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ২২, ২০১৯ @ ২৩:৪৪

এসপিটি নিউজ ডেস্কঃ পুলওয়ামার হামলার ঠিক আগেই শহীদ জওয়ান একটি ভিডিও বানিয়ে তা পাঠিয়েছিলেন নিজের স্ত্রীকে। আর সেই ভিডিও দেখে সমানে কেঁদে চলেছেন শহীদ জওয়ানের স্ত্রী। এতদিন নিজের মোবাইল সরিয়ে রাখার পর এবার নিজের মোবাইল-এ চোখ রাখতেই শহীদ জওয়ান সুখজিন্দার সিং-এর পাঠানো ভিডিওটি দেখেন স্ত্রী সরবজিত কাউর। বিস্ফোরণের ঠিক এক ঘণ্টা আগে সেটি পাঠিয়েছিলেন স্ত্রীকে। অবশেষে হামলার ঠিক এক সপ্তাহ বাদে ভিডিওটি প্রকাশ্যে আনলেন শহীদ জওয়ান সুখজিন্দরের স্ত্রী। “আজতক” চ্যানেলকে তিনি ভিডিওটি শেয়ার করেন। সেই মতো এই খবরটি আজতক-এর সূত্র ধরে সংবাদ প্রভাকর টাইমস এমন এক সংবাদ যে কোনও বাংলা সংবাদ মাধ্যমের মধ্যে সর্বপ্রথম তুলে ধরল।

প্রকৃতপক্ষে, শহীদ জওয়ান সুখজিন্দার ১৪ ফেব্রুয়ারি তাঁর স্ত্রী সরবজিত কাউরকে বলেছিলেন যে তিনি শ্রীনগরে ডিউটিতে যোগ দিতে যাচ্ছেন। স্ত্রী এ কথায় নিশ্চিত ছিলেন না। এরপর শহীদ সুখজিন্দার একটি ভিডিও তৈরি করেন এবং তাঁর স্ত্রীকে পাঠিয়ে দেন। ভিডিও পাঠানোর মাত্র এক ঘণ্টা পরে বাসটি বিস্ফোরণে উড়ে যায় এবং স্ত্রী সরবজিতকে জানানো হয়েছিল যে বাসটিতে সুখজিন্দার বিস্ফোরণের শিকার। এই খবর পাওয়া পরে সরবজিত অচেতন হয়ে গেল। তাঁকে ডাক্তারের কাছে পাঠানো হয়।

শহীদ সুখজিন্দারের স্ত্রী সরবজিত এই হামলার ঘটনার পর থেকে তাঁর মোবাইল আর দেখেননি। অবশেষে শুক্রবার তিনি নিজের মোবাইল দেখেন। সেখানে হোয়াটস অ্যাপ-এ একটি বার্তা ছিল। বার্তাটিতে চোখ রাখতেই অবাক হয়ে যান সরবজিত। দেখেন সেটি তাঁর স্বামী শহীদ জওয়ান সুখজিন্দারের পাঠানো একটি ভিডিও। ভিডিওটি ভালো করে দেখতে থাকেন-আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে ফের স্ত্রী সরবজিতের।

ভিডিওটিতে দেখা গেছে বিস্ফোরণের আগের মুহূর্তে তিনি যে বাসে করে শ্রীনগর ডিউটিতে যাচ্ছিলেন সেই বাসের মধ্যে বসেই এক ভিডিও বানান। সেখানে দেখা গেছে- বাসে বসে আছেন তিনি। পাশে সহকর্মী। বাসের মধ্যে রয়েছে তাদের সামগ্রী।আর বাইরে বরফে ঢেকে যাওয়া ভূস্বর্গের অপূর্ব দৃশ্য। বাস চলছে শ্রীনগরের উদ্দেশ্যে। কাঁদতে কাঁদতে স্ত্রী সরবজিত বলছিলেন- এটা ও আমাকে সারপ্রাইজ দিতেই পাঠিয়েছিল। বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভাইয়ের স্ত্রী-কে এভাবে দেখে সুখজিন্দারের ভাই জনতা সিংও কাঁদতে থাকেন। বলেন- “ভাইকে ছাড়া আমদের কিছুই নেই। সবই আজ ওর জন্য হয়েছে। সেই ভাই আমার কাছ থেকে চলে গেল। আমি আজ সত্যি একা হয়ে গেলাম।”

স্ত্রী সরবজিত কিন্তু কাঁদতে কাঁদতেই জানালেন- “আমি খুব গর্বিত আমার স্বামীর জন্য। ও তো দেশের জন্যই নিজের প্রাণ বলিদান দিয়ে দিল।”

ঠিকই, সুখজিন্দারের এই বলিদান দেশ কিভাবে পূরণ করবে কিভাবে পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদকে খতম করবে তা আগামিদিন জানা যাবে।তবে শহীদ জওয়ানের পাঠানো এমন ভিডিও কিন্তু নিজের স্ত্রীর- প্রতি ভালবাসার এক অসামান্য প্রতীক হয়ে রইল। ধন্য আমার দেশের বীর জওয়ান যিনি শহীদ হওয়ার আগের মুহূর্তেও স্ত্রীর কাছে শেষ মুহূর্তের স্মৃতি পাঠিয়ে দিয়ে গেলেন। স্যালুট জানাই শহীদ বীর জওয়ান সুখজিন্দারকে। জয় হিন্দ।

Published on: ফেব্রু ২২, ২০১৯ @ ২৩:৪৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + = 15