Published on: জানু ১৭, ২০২৪ at ২৩:২২
এসপিটি নিউজ ব্যুরো: অযোধ্যায় রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সারা বিশ্বের সংগে তাল মিলিয়ে পাকিস্তানেও অনুষ্ঠান আয়জিত হতে চলেছে। আর সেটা করছেন পাকিস্থানের এক সিনিয়র সাংবাদিক আরজু কাজমি। ২২ জানুয়ারি তিনি পাকিস্তানে বররাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছেন।
রিপাবলিক ভারত টিভি-কে পাকিস্তানের সাংবাদিক আরজু কাজমি জানিয়েছেন, ২২ শে জানুয়ারির জন্য তিনিও উত্তেজিত। কারণ তিনি নিজেও ভগবান রামে বিশ্বাস করেন। তিনি পাকিস্তানে দুটি হিন্দু পরিবারকে দত্তক নিয়েছেন।হিন্দু সম্প্রদায়ের সংগে তার অত্যন্ত সুসম্পর্ক। ২২শে জানুয়ারি তারিখে তিনি নিজের রাওয়াল্পিন্ডির বাড়িতে হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছেন। সেখানে দিনটি তারা উদযাপন করবেন।
ইতিমধ্যে ভারতে ২০২৩ সালের দীপাবলীর চেয়েও বেশি আতসবাজি বিক্রি হচ্ছে। গোটা দেশ তাকিয়ে আছে ২২শে জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিকে। রামলালার প্রাণ-প্রতিষ্ঠার ধর্মীয় রীতি ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। এটি চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। ১৮ জানুয়ারি গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করা হবে। সিন্ধি প্রদেশ থেকে আসছে রামলালার পোশাক।বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে ঐতিহাসিক ২২শে জানুয়ারি উদযাপনের প্রস্তুতি।
গোটা আমেরিকা জুরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ১০০টি জায়গা থেকে ২২শে জানুইয়ারি অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান সরাস্রি সম্প্রচারিত হবে। ২০ জানিয়ারি ওয়াশিংটনে শ্রীভক্ত অঞ্জনীয় মন্দির থেকে শুরু হবে বাইক র্যালি।২২শে জানুয়ারি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে উদযাপনের প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গিয়েছে।
ফ্রান্সের প্যারিসে ডেলা ক্যাপেলা থেকে আইকনিক আইফেল টাওয়ার পর্যন্ত রামযাত্রার হবে। ২১শে জানুয়ারি পুজো ও বিশ্বকল্যাণ যজ্ঞের পর এই যাত্রা শুরু হবে। তা গোটা প্যারিস প্রদক্ষিণ করবে। অস্ট্রেলিয়ায়ায় ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড, নিউ সাউথ ওয়েলস-এ বিশ্ব হিন্দু পরিষদ উদযাপন করবে।আফ্রিকায় কিনিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা, মরিশাস, ঘানা, নাইজেরিয়া, মোজাম্বিক সহ আরও অনেক জায়গায় কার র্যালির আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে সারা বিশ্বজুড়ে দিনটি উদাযপন হতে চলেছে।
Published on: জানু ১৭, ২০২৪ at ২৩:২২