কোভিড সংক্রমণ রোধে কলকাতায় আগত বিমানযাত্রীদের বিষয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

Main কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: জুলা ১৯, ২০২১ @ ২২:১৫
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ জুলাই:   এ রাজ্যে সংক্রমণের হার কম হলেও অন্যান্য একাধিক রাজ্যে তা বাড়ছে। ইতিমধ্যে তৃতীয় ঢেউ-এর আশঙ্কা করে সতর্কতা জারি হচ্ছে। সেই মতো পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই সব রকমের ব্যবস্থা নিতে শুরু করেছে। তাই কলকাতায় আসা ভিন রাজ্য থেকে বিমান যাত্রীরা যাতে কোভিড বিধি মেনে চলে সেজন্য আজ কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন সচিব পি এস খারোলাকে এক চিঠিতে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বি পি গোপালিকা জানিয়েছেন- যে সমস্ত বিমান যাত্রী কলকাতায় আসছেন তাদের যেন কোভিড নির্দেশিকা মেনে চলার নির্দেশ জারি করা হয়। কারণ, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতায় আসা বিমানযাত্রীদের সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হতে হবে নচেৎ তাদের সঙ্গে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। এই নির্দেশ যেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দফতর সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করে দেয়।

এই প্রসঙ্গে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি জানিয়েছেন, “তাঁরা ইত্যিমধ্যেই রাজ্য সরকারের কাছে এই বিষয়ে অবহিত করেছিলেন। কারণ, সকলে যদি আমরা এখন থেকে সতর্ক থাকি তাহলে সংক্রমণের হারকে রোধ করা সম্ভব হবে। তাই নতুন করে যারা বিমানবন্দরে আসছেন তারা যদি সম্পূর্ণ টিকাপ্রাপ্ত থাকেন নতুবা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখেন তাহলে সংক্রমণকে আটকানো অনেকটাই সহজ হবে। তাই রাজ্যের এই প্রয়াস কার্যকর হলে আমরা সকলেই উপকৃত হব।”

Published on: জুলা ১৯, ২০২১ @ ২২:১৫


শেয়ার করুন