কলকাতায় বিমান পরিষেবা স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানালেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি

Main কোভিড-১৯ দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৩১, ২০২২ @ ২৩:৪৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩১জানুয়ারি:  করোনা মহামারীর জেরে কলকাতা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা ধাক্কা খেয়েছিল। রাজ্য সরকার যাত্রী সুরক্ষার কথা ভেবে কলকাতা থেকে দিল্লি, মুম্বই সহ ছ’টি জায়গার সঙ্গে বিমান পরিষেবা প্রথমে বন্ধ করলেও পরে সপ্তাহে দুদিন করে চালু রেখেছিল। একই সঙ্গে কলকাতা-লন্ডন পরিষেবাও বন্ধ ছিল। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। ফলে এখন থেকে আগের মতো নিয়মিত দিল্লি, মুম্বইগামী বিমান চলাচল শুরু করবে। একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে একদিন কলকাতা-লন্ডন পরিষেবাও শুরু হবে। যাত্রীদের কথা ভেবে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে বলেন- এখন রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে দিল্লি ও মুম্বইয়ের পরিস্থিতিও আগের চেয়ে ভাল হয়েছে। তাই আমরা কলকাতা থেকে সরাসরি দিল্লি ও মুম্বইগামী বিমান পরিষেবা আগের মতোই নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে ফের আগের মতোই প্রতিদিন দিল্লি ও মুম্বইগামী বিমান কলকাতা বিমানবন্দর থেকে চলাচল করবে। তবে বেঙ্গালুরুর করোনা পরিস্থিতি এখনও উন্নতি না হওয়ায় সেখানে এখনই কিছু করা যাচ্ছে না।

একই সঙ্গে কলকাতা থেকে আগের মতোই আবার সপ্তাহে একদিন লন্ডন বিমান পরিষেবা চালু করার সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ জানিয়েছেন এখন থেকে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা চালু হতে পারে। তবে যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক বলেও তিনি এদিন জানিয়ে দিয়েছেন।কল্কাতা থেকে লন্ডনের বিমান চালুর দিকে বহু যাতড়ি তাকিয়েছিল যে কবে থেকে আবার তা চালু হবে, অবশেষে ১৩ ফেব্রুয়ারি থেকে তা চালু হতে চলেছে পুনরায়। ১৩ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার উড়ান কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। এসপিটিকে তিনি এদিন জানিয়েছেন- “টাফি দীর্ঘদিন ধরেই কোভিড বিধি মেনে আরটি-পিসিআর টেস্ট করিয়ে বিমান পরিষেবা চালু রাখার কথা বলে আসছিল। আমরাও মনে করি যাত্রীদের সুরক্ষা খুবই জরুরী, ঠিক তেমনই আবার কলকাতার সঙ্গে দিল্লি ও মুম্বই-এর মতো ব্যস্থতম শহরের যোগাযোগ রাখাটাও সমানভাবে জরুরী। কারণ, দিল্লি যেমন দেশের রাজধানী ঠিক তেমনই আবার মুম্বই হল দেশের বাণিজ্যিক রাজধানী। এই দু’টি শহরের সঙ্গে যোগাযোগ রাখা খুব জরুরী। আমাদের কাছে প্রতিদিন বহু মানুষ এই দু’টি জায়গায় যাওয়ার জন্য টিকিটের খোঁজ করে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা এত দিন অনিয়মিত ছিল। অবশেষে আজ মুখ্যমন্ত্রীর উদ্যোগে তা আবার আগের মতো স্বাভাবিক হল। পাশাপাশি, লন্ডনের সাথে কলকাতার পুনরায় যোগাযোগ স্থাপন করারা মুখ্যমন্ত্রীর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর ফলে একটা বড় বার্তা গেল। এজন্য মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ।”

Published on: জানু ৩১, ২০২২ @ ২৩:৪৩


শেয়ার করুন