বিশ্ব পর্যটন দিবসঃ পর্যটন খাতের পুনরুজ্জীবনে টিকাকরন জরুরী- বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি

Main কোভিড-১৯ দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৭, ২০২১ @ ২১:২২
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, নয়াদিল্লি ও কলকাতা, ২৭ সেপ্টেম্বরঃ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আজ সোমবার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হয় একটি অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি বলেন- কোভিড মহামারীতে পর্যটন শিল্পে প্রভূত ক্ষতি হয়েছে। শুধু ভারত নয় সারা বিশ্বেই এই শিল্প মুখ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতে পর্যটন শিল্প পুনরুজ্জীবনের প্রয়াস শুরু হয়েছে।পর্যটন খাতের পুনরুজ্জীবনের জন্য টিকাকরণ জরুরী।

এদিন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় নয়াদিল্লিতে “পর্যটন ফর ইনক্লুসিভ গ্রোথ” বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করে। সেখানে লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে ‘নিধি-২’ ও ‘ইন্ডিয়া ট্যুরিজম স্ট্যাটিস্টিক্স- অ্যাট এ গ্লান্স, ২০২১’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন্মন্ত্রী জি কিষান রেড্ডি উল্লেখ করেন যে মহামারীর সময় পর্যটন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, “সরকার তার পুনরুজ্জীবন ও পুনরুদ্ধারের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, যার মধ্যে বিদেশী পর্যটকদের জন্য পাঁচ লাখ ফ্রি ভিসা রয়েছে। মন্ত্রী বলেন, মহামারীর পর এই সেক্টরের জন্য কেন্দ্র বিভিন্ন প্যাকেজ এবং শিথিলকরণও ঘোষণা করেছে।ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র দফতর, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিদেশি দূতাবাসের সঙ্গে কথা চলছে। আশা করছি খুব শীঘ্রই আমরা বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলে দেওয়া যাবে। ইতিমধ্যেই দেশীয় পর্যটনে গতি আসতে শুরু করেছে।

মহামারীর প্রেক্ষাপটে পর্যটন খাতের সকল অংশীদারদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে মনোযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “পর্যটন খাতের পুনরুজ্জীবনের জন্য টিকা গুরুত্বপূর্ণ এবং ভারত ইতিমধ্যে ৮৫ কোটিরও বেশি মানুষকে টিকা দিয়েছে।”দেশের পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রেড্ডি বলেন, তাঁর মন্ত্রণালয় দেশের দূর-দূরান্তে এবং অনাবিষ্কৃত অঞ্চলে পর্যটন উন্নয়নের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

তিনি আরও বলেন, উত্তর -পূর্বাঞ্চলে পর্যটনকে উৎসাহিত করার জন্য অনুরূপ একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এখন পর্যটন ব্যবস্থা উন্নত হচ্ছে। রেল-সড়ক-বিমান যোগাযগের উন্নতি হচ্ছে। নাগাল্যান্ডে ১৬টি উপজাতি আছে। এদের প্রত্যেকের আলাদা আলাদা উৎসব হয়। আগামী ডিসেম্বর মাসে সেখানে ১৬টি উপজাতি মিলিতভাবে একটা বড় উৎসবের আয়োজন করেছে। আশা করা যায়, সেই উৎসব পর্যটনের ক্ষেত্রে একতা বড় ভূমিকা গ্রহণ করবে।

ভারতে পর্যটনের প্রভূত ক্ষেত্র আছে। এখানে হেরিটেজ ট্যুরিজমের পাশাপাশি রিলিজিয়াস ট্যুরিজম আছে। আছে মেডিক্যাল ট্যুরিজমও। আছে হিমালয়ান ট্যুরিজমও। এমন অনেক ক্ষেত্রে আছে আমাদের দেশে পর্যটনে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পর্যটন মন্ত্রনালয় কাজ করছে পুরোদমে।

সব শেষে পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন- পর্যটন ক্কখেত্রের প্রসারে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারাও এই ক্ষেত্রে এগিয়ে আসুন। আপনারাও শায়ক হন। সাহায্য করুন পর্যটন খাতের পুনরুজ্জীবনে।

Published on: সেপ্টে ২৭, ২০২১ @ ২১:২২


শেয়ার করুন