কৃষি বিলের তীব্র বিরোধিতা করে মমতা কেন্দ্রের বিরুদ্ধে আরোপ লাগালেন

Main দেশ রাজ্য
শেয়ার করুন

“গায়ের জোরে ফার্মাসদের বুল ডোজ করে কৃষকদের সব ক্ষমতা কেড়ে নিয়ে ক্ষেত মজুদুরদের সব ক্ষমতা কেড়ে নিয়ে বিল পাশ করিয়ে নিল।”-মমতা
“তেতাল্লিশ সালের মন্বন্তরকে মনে করিয়ে দিচ্ছে, সেই দুর্ভিক্ষকে ডেকে নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী।”-মমতা

Published on: সেপ্টে ২১, ২০২০ @ ২২:৩২

এসপিটি নিউজ:  কৃষি বিল নিয়ে কেন্দ্র সরকারের তীব্র বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি বিলের সমালোচনা করতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের উপর করোনা মহামারী নিয়ন্ত্রণ করতে না পারার আরোপও লাগান। এমনকি তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন যে দেশে খাদ্যের দুর্ভিক্ষকে ডেকে নিয়ে আসার জন্য দায়ী কেন্দ্র।

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তীব্র বিরোধিতা করে যে কথাগুলি বলেন

“নিয়ম হচ্ছে সংবিধানে কোনও বিল পাশ করতে গেলে কেউ যদি ডিভিশন চায় তা দিতে বাধ্য।এটাই আমাদের সংবিধানের আইন সংসদের আইন। রুলস বুকও তাই বলে। কিন্তু কালকে বার বার করে ডিভিশন চাওয়া সত্ত্বেও ভয়েস ভোটের নাম করে গায়ের জোরে ফার্মাসদের বুল ডোজ করে কৃষকদের সব ক্ষমতা কেড়ে নিয়ে ক্ষেত মজুদুরদের সব ক্ষমতা কেড়ে নিয়ে বিল পাশ করিয়ে নিল।”

বাজারে পেঁয়াজ-আলুর দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে তোপ

“বাজারে আজ পেঁয়াজ-আলুর দাম কেন বাড়ছে? কারণ যখন প্যান্ডামিক চলছিল তখন আইনটা অর্ডিন্যান্স করেছিল কেন্দ্রীয় সরকার। আগে যেমন বাজারে দাম বাড়লে আমরা রাজ্য সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারতাম। কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স করে কি করেছে- চাষিরা তাদের নিজের জিনিস ক্ষেতের জিনিস কোথায় বেঁচবে। কতক গুলি ফড়ে জোতদারদের জন্ম দিয়েছে এরা। তারা চাষির সব জিনিস লুটে নেবে। ক্ষেতের সব জিনিস লুটে নেবে। আমাদের এখানে ক্ষেত মজদুরদের সংখ্যাই বেশি।যাদের অনেকের এক হেক্টরেরও কম জমি আছে।” বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

খাদ্যের দুর্ভিক্ষ নিয়ে বললেন এ কথা

“মমতা বলেন- এই মানুষগুলি একটা দুর্ভিক্ষের মধ্যে দিয়ে চলা দেশে একদিকে তো করোনা মহামারী ঠেকাতে পারল না। আর একটা মহামারী খাদ্যের দুর্ভিক্ষ যা তেতাল্লিশ সালের মন্বন্তরকে মনে করিয়ে দিচ্ছে সেই দুর্ভিক্ষকে ডেকে নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। মেজরিটি এর আগেও অনেকে সরকারের ছিল। তাই মেজরিটি থাকা মানে এই নয় গায়ের জোরে আমি যা খুশি তাই করবব, দেশটাকে বেঁচে দেব।”

Published on: সেপ্টে ২১, ২০২০ @ ২২:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 4 =