কুবাই নদীর জলে প্লাবিত কেশপুর, ভাসছে আমন ধানের চাষ

Main রাজ্য
শেয়ার করুন

কেশপুর ব্লকের ভীমপুর এলাকায় কুবাই নদীর পাড় ভেঙে জল ঢুকে পাল্বিত করেছে একাধিক গ্রাম।
Published on: আগ ২৩, ২০২০ @ ২১:৩১
Reporter: Biswajit Pande

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট:  শুধু বাঁকুড়া নয়, নদীর জলে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে চলেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকও। সেখানেও গত কয়েক দিন ধরে চলতে থাকা এক টানা বৃষ্টিতে একধিক গ্রামই শুধু নয় আমন ধানের চাষও জলে ভেসে গিয়েছে। কুবাই নদীর পাড় ভেঙে সেখানকার জল ঢুকে পরায় এই বিপত্তি ঘটেছে বলে গ্রামবাসীরা জানিয়েছে। ক্রমেই জল বাড়ছে নদীতে। ফলে কেশপুর ব্লকের ভীমপুর এলাকায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিয়েছে।

জানা গিয়েছে,কুবাই নদীর পাড় ভেঙে জল ঢুকছে হু হু করে। ফলে আশপাশে যত গ্রাম আছে সবই প্লাবিত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে নদীর জলও এখন বাড়তে শুরু করেছে। ভীমপুর, কলাগ্রাম, যমুনাবেড়, রঘুনাথপুর সহ বেশ কিছু গ্রাম নদীর জলে প্লাবিত হয়েছে। বহু বাড়িতে জল ঢুকেছে। রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করেছে। মাঠে আমন ধানের চাষ জলের তলায় চলে গিয়েছে।

কেশপুর ব্লক প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কেশপুর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা সেনগুপ্ত বলেন, কুবাই নদীর জলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় সবই ব্যবস্থা করা হবে।ফের নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হওয়ায় ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। যার ফলে তারা ভয়াবহ বন্যার কবলে পড়ার আশঙ্কা করছেন।

Published on: আগ ২৩, ২০২০ @ ২১:৩১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 69 = 76