লোকালয়ে চিতাবাঘ, উদ্ধারে পাতা হল খাঁচা

Main দেশ বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৮, ২০২৩ @ ২১:৩৫

এসপিটি নিউজঃ উত্তরবঙ্গে কার্সিয়াং ডিভিশনে একটি চিতাবাঘকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। লোকালয়ে চিতাবাঘটিকে দেখে মানুষজন ভয়ে স্নত্রস্ত হয়ে আছে। রবিবার রাত পর্যন্ত চিতাবাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। তবে বন দফতরের লোকজন উদ্ধারের জন্য সক্রিয় হয়েছে। নিয়ে আসা হয়েছে খাঁচা।

সংবাদ সংস্থা এএনআই কার্সিয়াং ডিভিশনের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিকৃষ্ণান পিজে-কে উদ্ধৃত করে জানিয়েছে, সংশ্নিষ্ট বন দফতর চিতাবাঘটিকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছে গেছেন, যেখানে চিতাবাঘটিকে দেখা গেছে। স্থানীয় মানুষজনকে শান্ত থাকতে অনুরোধ করেছে। একই সঙ্গে তাদের সহযোগিতা চেয়েছে বন দফতর।

ডি এফও-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি জানিয়েছে- চিতাবাঘটিকে নিরাপদ উদ্ধারের জন্য খাঁচা ও জাল পাতা হয়েছে। যে জায়গায় চিতাবাঘটিকে দেখা গেছিল সেখানেই এগুলি প্রথমে নিয়ে যাওয়া হয়। ডিএফও স্থানীয় বাসিন্দাদের কাছে অনুরোধ রেখেছেন- তারা যেন বন দফতরকে সহযোগিতা করে। একই সঙ্গে যেন এলাকাটিকে বন্ধ করে দেওয়া হয় যাতে চিতাবাঘটিকে সহজেই ধরা সম্ভব হয়। তিনি আরও বলেছেন যে এই সময়টা হচ্ছে এদের প্রজনন ঋতু। তাই তারা এ সময় চা-বাগানের আশপাশে সহজেই চলে আসে।

Published on: জানু ৮, ২০২৩ @ ২১:৩৫


শেয়ার করুন