“ক্যান্সার প্রতিরোধে” সচেতনতা বাড়াতে উদ্যোগী স্মার্ট ভ্যালুঃ প্রতি বছর মৃতের সংখ্যা ৯০ লক্ষেরও বেশি

Main রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

এসপিটি নিউজ, কলকাতা, ২১ ফেব্রুয়ারিঃ যত দিন যাচ্ছে তত বেশি সংখ্যায় মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। এর থেকে নিরাময়ের আজও কোনও সেভাবে কোনও চিকিৎসা ব্যবস্থার উদ্ভাবন হয়নি। তাই এই কঠিন রোগ আমাদের মধ্যে এক ভয়ানক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখনও এমন কিছু পদ্ধতি কিংবা পথ আছে যা মেনে চললে একটু সতর্ক থাকলে এর থেকে নিরাময়ের রাস্তা বের হতে পারে। যেটার খুব প্রয়োজন। স্মার্ট ভ্যালু প্রতিষ্ঠান সমাজের সমস্ত শ্রেণির মানুষকে এ ব্যাপারে সচেতন করে তুলতে উদ্যোগী হয়েছে। ২২শে ফেব্রুয়ারি তারা দমদম রবীন্দ্র ভবনে “ক্যান্সার প্রতিরোধে” সচেতনতা বাড়াতে এক আলোচনা চক্রের আয়োজন করেছে।

বিশিষ্ট চিকিৎসকরা এই বিষয়ে তাঁদের মূল্যবান বক্তব্য রাখবেন এবং এই বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে কিছু জরূরী পরামর্শ দেবেন। স্মার্ট ভ্যালু মনে করে যে এই আলোচনা ক্যান্সার প্রতিরোধে অনেকটাই সহায়ক হয়ে উঠবে।

এক পরিসংখ্যান তুলে ধরে স্মার্ট ভ্যালু জানিয়েছে যে প্রতি বছর ক্যান্সার থেকে ৯.৬ মিলিয়ন  অর্থাৎ ৯০ লক্ষের ও বেশি মানুষ মারা যায়। যা এইচআইভি/ এইডস, ম্যালেরিয়া এবং টিউবারকিউলোসিসের সম্মিলিত মোট সংখ্যার চেয়েও বেশি। আশঙ্কা করা হচ্ছে যে আমরা যদি এখন থেকে এ ব্যাপারে সচেতন না হতে পারি তবে ২০৩০ সালে ক্যান্সারে মৃত্যুর সংখ্যা ১৩ মিলিয়ন অর্থাৎ (১ কোটি ৩০ লক্ষ) হয়ে যাবে।

স্মার্ট ভ্যালু প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ২২শে ফেব্রুয়ারি দমদম রবীন্দ্র ভবনে এক সচেতনতা কর্মসূচির আয়োজন করছে যাতে মানুষ এই রোগ এবং তার প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে সচেতন হয়।কলকাতা থেকে এই আলোচনায় অংশ নিতে চলেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. উৎপল সান্যাল।

২০০০ স্মার্ট ভ্যালু ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ ও স্থানীয় মানুষদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করবেন, যা তাদের সমাজে এই বিষয়ে সচেতন করে তুলবে।বিশেষজ্ঞরা এই বিষয়ে তাঁদের মূল্যবান বক্তব্য জানাবেন এবং অংশগ্রহণকারীদের কাছে তাদের মূল্যবান জ্ঞান ভাগ করে নেবেন, ছড়িয়ে দেবেন কোম্পানির দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য এবং যা নিয়ে জনগণের প্রত্যাশা অনেকখানি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 + = 89