কাল প্রথম দফার ভোট রাজ্যের দুটি কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে-জেনে নিন এক ঝলকে

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ১০, ২০১৯ @ ২১:৩১

এসপিটি নিউজ ডেস্কঃ প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গে মাত্র দুটি কেন্দ্র পড়ছে। কেন্দ্র দুটি হল-কোচবিহার(এসসি) ও আলিপুরদুয়ার(এসটি)।

কোচবিহার (এসসি)

এই লোকসভা আসনের মধ্যে পড়ছে মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলখুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি এই সাতটি বিধানসভা। এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার এবার ১৮লক্ষ ৯হাজার ৫৯৮জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯ লক্ষ৪০হাজার৯৪৮জন এবং মহিলা ভোটার ৮লক্ষ৬৮হাজার৬৩২জন। মাত্র ১৮জন তৃতীয় লিঙ্গের।

মোট বুথের সংখ্যা ২০১০টি।

এবার এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১জন প্রার্থী। যার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে তৃণমূল, বিজেপি ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। এছাড়াও আছে কংগ্রেস, নির্দল ও অন্যান্য দলের প্রার্থী।

আলিপুরদুয়ার(এসটি)

এই লোকসভার মধ্যে পড়ছে তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা বিধানসভা কেন্দ্র। মোট ভোটার ১৬লক্ষ ৪২হাজার ২৮৫জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ৩১হাজার ০৫১জন এবং মহিলা ভোটার আছে ৮লক্ষ ১১হাজার ২০১৮জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মাত্র ২৬জন।

বুথের সংখ্যা ১৮৩৪টি।

এবার এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭জন প্রার্থী। যার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে তৃণমূল, বিজেপি, আরএসপি এবং কংগ্রেস প্রার্থী। এছাড়াও আছে নির্দল ও অন্যান্য দলের প্রার্থী।

ইতিমধ্যেই ভোট কর্মীরা পৌঁছে গিয়েছে ভোট কেন্দ্রে। তবে আলিপুরদুয়ার কেন্দ্রের বক্সা দুর্গের ভোট কেন্দ্রে বুথ হয়েছে ৩ হাজার ফুট উঁচুতে। সেখানে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে বুধবার ভোট কেন্দ্রে পোঁছন ভোট কর্মীরা। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।

Published on: এপ্রি ১০, ২০১৯ @ ২১:৩১

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 − = 20