রাজ্যে ‘খেলা দিবস’ পালিত হবে ১৬ আগস্ট- গ্রামে-গঞ্জে এক লক্ষ ফুটবল দেবেন মুখ্যমন্ত্রী

Main খেলা রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২২, ২০২১ @ ২১:১৪
Reporter:  Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২২ জুলাই:    সারা বছর ধরেই এখন কোনও না কোন দিবস পালিত। সারা বিশ্বের নানা প্রান্তেই চলছে এই দিবস পালনের প্রক্রিয়া। যেখানে যে সরকার তারাই চালু করেছে এইসব দিবসগুলি। কোথাও আবার আন্তর্জাতিক সংস্থাও এই দিবস ঘোষণায় উদ্যোগী হয়েছে। এবার আমাদের পশ্চিম্বঙ্গে আগামী ১৬ আগস্ট পালিত হতে চলেছে ‘খেলা দিবস’। কেন এই খেলা দিবস পালনের কথা ঘোশনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি এর তাৎপর্য, কেনই বা তিনি এই দিনটিকেই বেছে নিলেন। এসবের ব্যাখ্যা দিয়ে সবিস্তারে বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সেই কথা।

কেন বাছা হইল এই দিনটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-“১৬ আগস্ট ‘খেলা দিবস’ পালন করছি আমরা। আপনারা জানেন, কেন এই দিনটাকে বাছলাম। ক্রিকেটে একটা ঘটনা ঘটেছিল সত্তরের দশকে। একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, সেখানে অনেকে আহত হয়েছিল মারাও গেছিল। আগে কলকাতায়, ময়দানে অনেক ক্লাবে দিনটি পালন করত। কিন্তু এখন আর দিনটি পালন হয় না। হয়তো কোথাও ভিতরে ভিতরে হয়ে থাকলে হবে। কিন্তু অনেকেই ভুলে গেছে।”

দিনটি পালনের তাৎপর্য

“তাছাড়া ১৬ আগস্ট ১৫ আগস্টের পরের দিন। ১৬ আগস্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক স্বাধীনতার পরের দিনই। মানুষের স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে মানুষের অধিকার যাতে অক্ষুন্ন থাকে তার জন্য এই উদ্যোগ। তাছাড়া দেশে স্বাধীনতা যা বিপন্ন হয়েছে বিশেষ করে জড়তা থেকে যাতে মুক্তি পায়। ভারতবর্ষ বিপন্নতার থেকে মুক্তি পায়। ভারতবর্ষ পরাধীনতা থেকে মুক্তি পায়। আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে তা থেকে যেন মুক্তি পায় তাই খেলা হবে দিবস এটার একটা তাৎপর্য আছে।” বলেন মমতা।

গ্রামে-গঞ্জে এক লক্ষ ফুটবল বিলোবে রাজ্য সরকার

“আমি ঠিক করেছি, ওই দিন আমি ১ লক্ষ ফুটবল গ্রামে-গঞ্জে বিভিন্ন ক্লাবকে দেওয়া হবে। আইএফও-র ২৮৩টা ক্লাব আছে। তাদেরও ১০টা করে ফুটবল আমরা দেব। ইতিমধ্যে ৫০ হাজার বল আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের মা-বোনেরা এই বল তৈরি করে। আমরা এই বল দেব।”

‘খেলা হবে’ মানে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা

মমতা ‘খেলা হবে’ দিবস পালনের পিছনে নিজের ব্যাখ্যা দেন। বলেন- “আগামিদিন খেলা হবে। সভ্যতা-সংস্কৃতিকে রক্ষা করতে গেলে খেলার খুব প্রয়োজন।খেলা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। খেলার মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাব থাকা দরকার। আমি এটা মনে করি যে যারা এর অন্য মানে করে তারা খেলার মানেটাই বোঝেন না। তাই খেলা হবে এটা ভারতবর্ষে একটা বড় স্লোগানে দাঁড়িয়ে গেছে। যেহেতু বাংলা থেকে এই স্লোগান উঠেছে তাই আমরা এটার একটা নির্দিষ্ট তারিখ করে দিলাম। খেলা দিবস।”

Published on: জুলা ২২, ২০২১ @ ২১:১৪


শেয়ার করুন