প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ এভাবেই উদযাপন হল ওয়েলিংটন থেকে নিউ দিল্লি

Main দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: নভে ১১, ২০১৮ @ ২১:১৪

এসপিটি নিউজ ডেস্কঃ রবিবার ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধের বর্ষপূর্তিতে শহীদ দেড় লক্ষেরও বেশি মানুষ যারা এইসব দেশের হয়ে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন তাদের স্মরণে শ্রদ্ধা জানানো হল। ওয়েলিংটন থেকে নিউ দিল্লি পর্যন্ত বহু মানুষ সেইসব শহীদদের শ্রদ্ধা জানান।

কমনওয়েলথভুক্ত দেশের নেতারা আজ নতুন শতাব্দীর বিশ্বে শান্তি ও আশার বার্তা জানিয়ে তাদের শ্রদ্ধা জানালেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটারে এক বার্তায় লেখেন-“এই যুদ্ধে ভারত সরাসরিভাবে যুক্ত না হলেও আমাদের সৈন্যরা যুদ্ধে লড়াই চালিয়েছিল শুধুমাত্র শান্তির জন্য।

ব্রিটিশ কলোনির পর এটি এসেছে ভারতে যেখানে ১.৩ মিলিয়ন ভারতীয় সৈন্য অংশ নিলেও ফিরতে পারেনি ৭৪ হাজার জন।৪ লাখ অস্ট্রেলিয়ান সৈন্য সেখানে গেলেও যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল ৩ লাখ সৈন্য। যার মধ্যে শহীদ হয়েছিল ৬২ হাজার। তুর্কির গালিপল্লিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ১০ হাজারের অধিক সৈন্য নিহত হয়েছিলেন।

নিউজিল্যান্ডে প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকী আড়ম্বরপূর্ণ ভাবে পালিত হয়। সেখানে ওয়েলিংটন ওয়াটারফ্রন্টে ১০০ গান স্যালুট দেওয়া হয় দেশবাসী শহীদদের উচ্চস্বরে শ্রদ্ধা জানান। চার্চে বেল বাজিয়ে জরুরী শব্দ সাইরেন বাজিয়ে গাড়ির হর্ন বাজিয়ে শ্রদ্ধা জানানো হয়।ছবি-এএফপি

Published on: নভে ১১, ২০১৮ @ ২১:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 69 = 78