কলকাতা মেট্রো সোমবার থেকে বিশেষ ট্রেন পরিষেবা বাড়াচ্ছে

Main কোভিড-১৯ ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জুলা ৪, ২০২১ @ ১২:৪১

এসপিটি নিউজ, কলকাতা, ৪জুলাই:   এখনও কলকাতা মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবে চলাচল শুরু করেনি। তবে কোভিড বিধিনিষেধ মেনে ইতিমধ্যেই চলছে বিষ ট্রেন পরিষেবা। সোমবার 5 জুলাই, 2021 থেকে তারা তাদের বিশেশগ ট্রেন পরিষেবার সংখা বাড়াচ্ছে। আর এই পরিষেবা শুধুমাত্র রাজ্যের প্রয়োজনীয় কর্মীদের জন্যই কার্যকর থাকছে।

কলকাতা মেট্রো রেল আজ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, 5 জুলাই, 2021 সোমবার থেকে শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীদের জন্য বিশেষ পরিষেবা বাড়ানো হচ্ছে কোভিড বিধিনেষেধ মেনে।এখন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সারা দিনে মোট 90টি বিশেষ ট্রেন পরিষেবা থাকছে।

মেট্রো রেল সূত্র অনুযায়ী, এই বিশেষ পরিষেবা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে 11টা এবং বিকেল 3টে  45 মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকছে। দিনের গুরুত্বপূর্ণ সময় সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন প্রতিটই ট্রেনের মধ্যে আট মিনিটের সময়ের ফারাক থাকছে।

তবে এই বিশেষ ট্রেনগুলি সর্বসাধারণের জন্য প্রযোজ্য নয় বলে মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে। শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীরাই এই ট্রেনে চাপতে পারবেন। তবে তাদের নির্ধারিত আইডি কার্ড এবং মেট্রো স্মার্ট কার্ড সঙ্গে রাখতে হবে।

Published on: জুলা ৪, ২০২১ @ ১২:৪১


শেয়ার করুন