ফিলিপিনে সামরিক বিমান দুর্ঘটনায় হত 17, আহত 40

Main বিদেশ বিমান
শেয়ার করুন

Published on: জুলা ৪, ২০২১ @ ১৬:০৮

এসপিটি নিউজ ডেস্ক:   রবিবার ফিলিপিনের সুলুর জোলোয় ৯২ জন যাত্রী নিয়ে যাওয়া একটি সামরিক বিমান ভেঙে পড়েছে,  এই বিমান দুর্ঘটনায় 17 জন মারা গেছেন এবং 40জন আহত হয়েছেন।ফিলিপিনের সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। সেদেশের প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেনজানা জানান, C130 বিমানটিতে তিনজন পাইলট এবং 5 জন ক্রু ছিলেন। যাত্রীরা ফিলিপিনের সেনাবাহিনীর সদস্য ছিলেন “দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করা” হয়েছে।

 

“এখন অবধি 40 জন আহত ও আহতদের উদ্ধার করা হয়েছে এবং 17 টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে,  এখনও পর্যন্ত উদ্ধার ও পুনরুদ্ধার চলছে।”  লরেনজানা এক বিবৃতিতে বলেছেন। ” সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা জানিয়েছেন, জোলো বিমানবন্দরের রানওয়ে হারিয়ে যাওয়ার পরে সকাল সাড়ে এগারোটায় বিমানটি ভেঙে পড়েছিল। সামরিক বিমানটি কাগয়ান ডি ওরো থেকে এসেছিল।

বিমান রানওয়েটি হারিয়ে ফেলার পর শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করার সময়, এটি সুলুর পাতিকুলের বড়ানগা বাঙ্ককলে ভেঙে পড়ে বলে  সোবেজানা জানিয়েছেন। তিনি আরও জানান-  “আমরা যাত্রীদের উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করছি।”

Published on: জুলা ৪, ২০২১ @ ১৬:০৮


শেয়ার করুন